শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটির শ্রদ্ধা
- Update Time : ০১:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ৩২ Time View
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’।
রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশিন তিতলি’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ স্মৃতিসৌধ’ পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক সাকিব আসলাম, কোষাধ্যক্ষ রবিউল আলম, কার্যনির্বাহী সদস্য মাশুক এলাহী, এস এম শাহরিয়ার স্বাধীন, সামিউল ইসলাম, মনিরুজ্জামান তুহিন, মিজানুর রহমান ও আশরাফুল ইসলাম।
এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-কর্মকর্তা ফোরাম, ইবি শাখা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন হল, বিভাগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।



























































































































































































