ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরে সন্ত্রাসী হামলায় আহত ৪ সাংবাদিক

শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : ০৬:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৪৫ Time View

শরীয়তপুরে দৈনিক সমকালের সাংবাদিক সোহাগ খান সুজনের উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় তাকে বাঁচাতে এলে আরও তিন সাংবাদিক আহত হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দৈনিক সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন, নিউজ২৪ টেলিভিশন ও জাগো নিউজ টুয়েন্টি ফোর ডট কমের প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৮ জানুয়ারি দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেয়। এ ঘটনায় সংবাদ প্রকাশ করে জেলার গণমাধ্যমকর্মীরা। পরে ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দেয়া নুরুজ্জামান শেখ নামে একজন ওই চিকিৎসকের পক্ষ নিয়ে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে। এ বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে সোহাগ খান সুজনসহ বেশ কয়েকজন সংবাদিকদের বাগবিতণ্ডা হয়।

এরই জেরে সোমবার দুপুরে ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ, তাঁর ভাই শামীম শেখসহ ১০-১২ জন মিলে ছুরি, হাতুড়িসহ দেশিয় অস্ত্র দিয়ে সোহাগ খান সুজনের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে এলে আরও তিন সাংবাদিকের ওপর হামলা চালায় তারা।

হামলার বিষয়ে সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন বলেন, সংবাদ প্রকাশের জেরে আমার প্রতি ক্ষিপ্ত ছিল ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ। আজ অফিসে যাওয়ার পথে আমার ওপর হামলা চালায় তারা। আমি এই হামলার বিচার দাবি করছি।

এ বিষয়ে শরীয়তপুর পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলা ঘটনা শুনে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

শরীয়তপুরে সন্ত্রাসী হামলায় আহত ৪ সাংবাদিক

শরীয়তপুর প্রতিনিধি
Update Time : ০৬:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

শরীয়তপুরে দৈনিক সমকালের সাংবাদিক সোহাগ খান সুজনের উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ সময় তাকে বাঁচাতে এলে আরও তিন সাংবাদিক আহত হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দৈনিক সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন, নিউজ২৪ টেলিভিশন ও জাগো নিউজ টুয়েন্টি ফোর ডট কমের প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৮ জানুয়ারি দুপুরে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেয়। এ ঘটনায় সংবাদ প্রকাশ করে জেলার গণমাধ্যমকর্মীরা। পরে ক্লিনিক ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দেয়া নুরুজ্জামান শেখ নামে একজন ওই চিকিৎসকের পক্ষ নিয়ে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করে। এ বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে সোহাগ খান সুজনসহ বেশ কয়েকজন সংবাদিকদের বাগবিতণ্ডা হয়।

এরই জেরে সোমবার দুপুরে ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ, তাঁর ভাই শামীম শেখসহ ১০-১২ জন মিলে ছুরি, হাতুড়িসহ দেশিয় অস্ত্র দিয়ে সোহাগ খান সুজনের ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে এলে আরও তিন সাংবাদিকের ওপর হামলা চালায় তারা।

হামলার বিষয়ে সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজন বলেন, সংবাদ প্রকাশের জেরে আমার প্রতি ক্ষিপ্ত ছিল ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ। আজ অফিসে যাওয়ার পথে আমার ওপর হামলা চালায় তারা। আমি এই হামলার বিচার দাবি করছি।

এ বিষয়ে শরীয়তপুর পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকদের ওপর হামলা ঘটনা শুনে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।