ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা ১৬টি ব্যাংকের মাধ্যমে মাসে হাজার কোটি টাকার মানি লন্ডারিং মাইলস্টোনের ৩ শিক্ষকের মানবতা-সাহসিকতা চিরস্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা গুলশানে সাংবাদিক মুনজুরুল করিমের কফিশপ ভাঙচুর ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করবে সেনাবাহিনী জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি ১৫০ প্রধান বিচারপতির সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দু’টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা চিলাহাটি রেল দুর্নীতি: পিডি আব্দুর রহিম ও ক্যাসেল কনস্ট্রাকশনের কারসাজিতে ২৩ কোটি টাকা উধাও!

শরীয়তপুরে টোব্যাকো ডিলার পয়েন্টে ডাকাতি: ১৮ লাখ টাকাসহ গ্রেফতার তিন

শরীয়তপুর প্রতিনিধি
  • Update Time : ০৪:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৮ Time View

শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্ট থেকে এক কোটি ৩৪ লাখ টাকা লুটের ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুটের ১৮ লাখ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম।

গ্রেফতাররা হলেন: খুলনা এলাকার মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০)।

পুলিশ সুপার জানান, গত ২৫ জানুয়ারি জেলা শহরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের ডিলার পয়েন্টে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ভবনের পেছনের একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তিন অফিস স্টাফের হাত পা বেঁধে ভল্টের ভেতরে থাকা এক কোটি ৩৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ডিলার পয়েন্টের কর্মচারী শফিউল আলম শিহাব বাদী হয়ে পালং মডেল থানায় একটি ডাকাতি মামলা করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তা ও বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে গত মঙ্গলবার খুলনার বিভিন্ন স্থান থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়।

পরে তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে অন্যদের সম্পৃক্ততার কথা জানান। এ সময় তাদের কাছ থেকে ১৮ লাখ ৫৮ হাজার ৯৬৫ টাকা, ৫০টি মোবাইল ফোন, একটি পিকআপভ্যান, একটি মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা বেশকিছু মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ডাকাতির সময় মোট ৭ জন উপস্থিত ছিলেন। তিনজনকে আমরা গ্রেফতার করেছি। বাকি ডাকাত সদস্যদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। আশা করছি লুট হওয়া বাকি মালামাল তাদের কাছে রয়েছে। অচিরেই তাদের গ্রেফতার করা হবে।’

Please Share This Post in Your Social Media

শরীয়তপুরে টোব্যাকো ডিলার পয়েন্টে ডাকাতি: ১৮ লাখ টাকাসহ গ্রেফতার তিন

শরীয়তপুর প্রতিনিধি
Update Time : ০৪:১৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্ট থেকে এক কোটি ৩৪ লাখ টাকা লুটের ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুটের ১৮ লাখ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম।

গ্রেফতাররা হলেন: খুলনা এলাকার মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০)।

পুলিশ সুপার জানান, গত ২৫ জানুয়ারি জেলা শহরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের ডিলার পয়েন্টে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ভবনের পেছনের একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তিন অফিস স্টাফের হাত পা বেঁধে ভল্টের ভেতরে থাকা এক কোটি ৩৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ডিলার পয়েন্টের কর্মচারী শফিউল আলম শিহাব বাদী হয়ে পালং মডেল থানায় একটি ডাকাতি মামলা করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তা ও বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে গত মঙ্গলবার খুলনার বিভিন্ন স্থান থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়।

পরে তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে অন্যদের সম্পৃক্ততার কথা জানান। এ সময় তাদের কাছ থেকে ১৮ লাখ ৫৮ হাজার ৯৬৫ টাকা, ৫০টি মোবাইল ফোন, একটি পিকআপভ্যান, একটি মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে নগদ টাকা বেশকিছু মোবাইল ফোন ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ডাকাতির সময় মোট ৭ জন উপস্থিত ছিলেন। তিনজনকে আমরা গ্রেফতার করেছি। বাকি ডাকাত সদস্যদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। আশা করছি লুট হওয়া বাকি মালামাল তাদের কাছে রয়েছে। অচিরেই তাদের গ্রেফতার করা হবে।’