শরীফপুর আদর্শ সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

- Update Time : ০২:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / ১২৩ Time View
ফেণীর পশ্চিমাঞ্চলের একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন শরীফপুর আদর্শ সোসাইটি এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৫ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উৎসাহ উদ্দীপনায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার মো. আব্দুল হামিদ, শিক্ষাবিদ মাওঃজাকারিয়া, স্থানীয় মসজিদের খতিব মোঃ এমদাদ উল্লাহ ফারুক, মোয়াজ্জিন মাওঃ. রুস্তম আলী, সোসাইটির সহসভাপতি মো. শাহাদাত হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন তালুকদার, অর্থ সম্পাদক মো. খিজির আহমদ প্রমুখ ।
সভায় সোসাইটির বার্ষিক প্রতিবেদন ও সভাপতির লিখিত বক্তব্য পেশ করা হয়। সকলকে ঐকান্তিক ভাবে এগিয়ে এসে সোসাইটির সাথে থেকে সমাজ বিনির্মানে ও সমাজ সংস্কারে এগিয়ে আসার আহবান জানান হয়।
সভার শেষে ভার্চুয়ালি বিভিন্ন প্রশ্নের জাবাব ও আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান সোসাইটির সভাপতি এম. মহিউদ্দিন শরিফী।