শরণখোলায় শিক্ষিকাকে যৌন নির্যাতন; লম্পট এর বিচার দাবিতে এলাকায় ক্ষোভ
- Update Time : ০১:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯১২ Time View
বাগেরহাটের শরণখোলায় এক লম্পট শিক্ষকের লালসার শিকার জনৈক স্কুল শিক্ষিকা আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ, উপজেলার ১০ নং মঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজান হাওলাদার একই বিদ্যালয়ে কর্মরত জনৈক শিক্ষিকাকে দীর্ঘদিন যাবত বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি লম্পট মিজান ওই শিক্ষিকাকে একা পেয়ে যৌন হয়রানির মত ঘটনা ঘটিয়েছেন।
ঘটনার আকস্মিকতায় নির্যাতনের শিকার ওই শিক্ষিকা লোকো লজ্জার ভয়ে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি জানাজানির পর গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিক্ষিকাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে লম্পট শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় গোটা এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে লম্পট শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবিতে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
ভুক্তভোগীর পারিবারিক সূত্র জানায়, লম্পট শিক্ষক মিজান ইতিপূর্বে একই স্কুলের শিক্ষিকা সহ একাধিক নারী অভিভাবককে কুপ্রস্তাব দেন। বিষয়টি ব্যাপক জানাজানির পর এলাকার অভিভাবক মহলে চরম ক্ষোভ দানাবেঁধে উঠেছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেয়া একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, অভিযোগের বিষয়টি জানতে চাইলে শিক্ষক মিজান তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। এ প্রতিনিধির বিভিন্ন প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গিয়ে অভিযুক্ত শিক্ষক মিজান গোটা বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করেন।





























































































































































































