আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধার করল পিবিআই যশোর
শয়তানের নিশ্বাসের খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন ব্যবসায়ী

- Update Time : ০৮:০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ১৪৮ Time View
যশোর জেলার মনিরামপুর থানাধীন ইত্যা সাকিনস্থ প্রদীপ ভট্টাচার্য (৩২) পেশায় একজন বালু ব্যবসায়ী। সে গত ১০/০৮/২০২৩ খ্রিঃ বেলা অনুমান ১৪:৩০ ঘটিকার সময় চালিতাতলা বাজারে মাছ ক্রয়ের জন্য যায়। সেখানে মাছ ক্রয়কালে আসামি আবু সাইদ শেখ এর সহিত ভিকটিমের পরিচয় হয়।
গত ১১/০৮/২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬:৩০ ঘটিকার সময় চালিতাতলা গ্রামস্থ ভিকটিমের বোনের বাড়িতে হতে আবু সাইদ শেখ এর সাথে তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে যশোরের উদ্দেশ্যে রওনা করে।
আসামি আবু সাইদ ভিকটিমকে যশোর কোতয়ালী থানাধীন সিংগিয়া রেলস্টেশন দেখার কথা বলে সিংগা রেললাইনের পাশে গিয়ে সকাল অনুমান ০৮:২৫ ঘটিকার সময় তার মোটর সাইকেল থামায় এবং ভিকটিমকে মোটর সাইকেল থেকে নামতে বলে। তখন আসামি মোটর সাইকেল থেকে নেমে পাশের দোকান থেকে দুইটা জুস নিয়ে আসে। এরপর সে ভিকটিমকে নাকে ময়লা পড়েছে বলে তার নাকে ও মুখে হাত বুলায়। হাত বুলানোর পরপরই ভিকটিম বোধহীন হয়ে পড়ে। তখন আসামি ভিকটিমের একটি স্বর্ণেল আংটি যাহার ওজন অনুমান ৫ আনা মূল্য ৩১,০০০/- (একত্রিশ হাজার) টাকা খুলে নেয়, একটি স্বর্ণের চেইন যাহার ওজন অনুমান ৯আনা ২ রোতি, ৪পয়েন্ট , মূল্য অনুমান ৬২,০০০/- (বাষট্টি হাজার) টাকা এবং পকেট হতে তিনটি মোবাইলসহ ভিকটিমের মানিব্যাগে থাকা ৪,৭০০/- (চার হাজার সাতশত) টাকা নিয়ে চলে যায়।
পরবর্তীতে ভিকটিম দুপুর অনুমান ১২:৪০ ঘটিকার সময় সামান্য জ্ঞান ফিরলে বুঝতে পারে আসামি তাকে চেতনা নাশক ঔষধ ব্যবহারের মাধ্যমে অজ্ঞান করে ভিকটিমের কাছে থাকা উপরোক্ত মালামাল নিয়ে যায়।
উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিম পিবিআই যশোর জেলা অফিসে এসে অভিযোগ দায়ের করলে পিবিআই, যশোর জেলা অত্র কার্যালয়ের জিডি নং-১৪২, তারিখ-১৩/০৮/২০২৩ খ্রিঃ মূলে ঘটনাস্থল পরিদর্শণসহ ছায়া তদন্ত কার্যক্রম শুরু করে।
অনুসন্ধানকালে আসামী আবু সাইদ শেখ (৪০) উক্ত ঘটনার সহিত জড়িত মর্মে সত্যতা পাওয়া গেলে পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্বাবধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্বে এসআই(নিঃ) রতন মিয়া, এসআই(নিঃ) মোঃ মনিরুল ইসলাম ও এসআই(নিঃ) রেজোয়ান সহ যশোর জেলার চৌকস দল তদন্তকালীন সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় চেতনা নাশক ঔষধ কথিত (শয়তানের নিশ্বাস) ব্যবহার করে ভিকটিমের নিকট থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই চক্রের প্রধান আসামি ০১। আবু সাইদ শেখ (৪০), পিতা- আঃ জব্বার শেখ, মাতা- মাজু বিবি, সাং- আটেরহাট (মীরাপাড়া), থানা- নড়াইল সদর, জেলা- নড়াইলকে গত ইং ২২/০৮/২০২৩ তারিখ বিকাল অনুমান ১৭:১৫ ঘটিকার সময় নড়াইল জেলার নড়াইল সদর থানাধীন গোবরা বাজার হইতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকালে আসামির স্বীকারোক্তি মোতাবেক ভিকটিমের লুন্ঠিত স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার করা হয়। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিম প্রদীপ ভট্রাচার্য বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে যশোর কোতয়ালী মডেল থানার থানার মামলা নং-৮৬, তাং-২৩/০৮/২০২৩ খ্রিঃ, ধারা- ৪০৬/৪২০/৩২৮/৩৭৯/৪১১ পেনাল কোড রুজু হয়।
মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) রতন মিয়া ঘটনা সংক্রান্তে জড়িত আসামী আবু সাইদ শেখ (৪০) কে গ্রেফতার করা হয়।
আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামি ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে অদ্য ২৩/০৮/২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য কোন আসামি আছে কিনা সে বিষয়ে তদন্ত অব্যহত আছে।