শব্দের চেয়ে ৩ গুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- Update Time : ১১:২৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ২০৯ Time View
বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে এবং ভবিষ্যতে তা হাইপারসনিক গতিতেও পৌঁছাতে সক্ষম হবে।
গতকাল বুধবার (৫ নভেম্বর) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
মঙ্গলবার মস্কোয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেছিলেন, আমরা নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু করেছি। এটি শব্দের গতির তিনগুণেরও বেশি গতিতে চলবে এবং ভবিষ্যতে হাইপারসনিক পর্যায়ে উন্নীত হবে।
ক্রেমলিনে আয়োজিত অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট পারমাণবিক চালিত ‘বুরেভেসনিক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পানির নিচে ব্যবহারের জন্য নির্মিত ‘পোসেইডন’ অস্ত্র প্রকল্পে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন।
এর আগে গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, বুরেভেসনিকের গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষ হয়েছে। সে সময় রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানান, ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। পুতিন সে সময় আরও বলেন, ২০১৮ সালে প্রথম ঘোষণা দেওয়া বুরেভেসনিক ও পোসেইডন ক্ষেপণাস্ত্র দুটি অদ্বিতীয় এবং অসীম পাল্লার ক্ষমতাসম্পন্ন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































