ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শপথ নিলেন বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ১১ Time View

হাইকোর্ট বিভাগে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথ নিয়েছেন। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতির খাস কামরায় শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন আপীল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বার কাউন্সিলের সেক্রেটারি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্মকর্তারা।

১১ নভেম্বর হাইকোর্টের ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাদের মধ্যে ২১ জনের শপথ ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। অসুস্থতার কারণে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন তখন শপথ নিতে পারেননি। আজ তাঁর শপথ সম্পন্ন হলো।

Please Share This Post in Your Social Media

শপথ নিলেন বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৮:৩৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

হাইকোর্ট বিভাগে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন শপথ নিয়েছেন। তাঁকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার বিকেলে প্রধান বিচারপতির খাস কামরায় শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন আপীল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, বার কাউন্সিলের সেক্রেটারি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্মকর্তারা।

১১ নভেম্বর হাইকোর্টের ২২ জন অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাদের মধ্যে ২১ জনের শপথ ১২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। অসুস্থতার কারণে বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন তখন শপথ নিতে পারেননি। আজ তাঁর শপথ সম্পন্ন হলো।