শনির আখড়ায় ছুরিকাঘাতে কিশোর খুন

- Update Time : ০৯:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ১৫৪ Time View
যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার দনিয়ার কলেজের সামনে ছুরিকাঘাতে তাজুল (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে এবার স্থানীয় এ কে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
আজ বুধবার বিকেল ৬টার দিকে শনির আখড়া দনিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সায়েম (১৮) নামে অপর এক পরীক্ষার্থী আহত হয়েছে।
ছুরিকাঘাতে তাজুলকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোম রাব্বী বলেন, শনিড় আখড়ার কলেজের সামনে একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনায় ছুরিকাঘাতে আহত হয় তাজুল ইসলাম। পরে কিছু লোক তাকে স্থানীয় সালমান হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত সায়েমের মাথায় আঘাত রয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।