শত্রুতার জেরে নির্মানাধীন পাকাবাড়ীতে হামলা, দেয়াল ও পিলার ভাংচুর

- Update Time : ০৬:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ১৬৭ Time View
লোহাগাড়ায় পারিবারিক শত্রুতার জেরে নির্মানাধীন পাকা বাড়ীর দেয়াল ও পিলার ভাংচুরের ঘটনা ঘটেছে।
বুধবার(২১ মে)সকাল ১০টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্হান সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভূক্তভোগী আব্দুল্লাহ আল ফয়সাল বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদীর সাথে তার আপন চাচাতো ভাই রিদোয়ান গংয়ের সাথে পৈতৃক বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আব্দুল্লাহ আল ফয়সালের নির্মানাধীন বসতবাড়ির দেয়াল ও পিলার ১০/১২ জন ভাড়াটিয়া লোকজন এনে অতর্কিত ভাংচুর করে। পরিবারের লোকজন বাঁধা দিতে এলে তাদের দিকে লাঠিসোটা নিয়ে মারধর করার জন্য উদ্যত হয়। পরিবারের লোকজন সেখান থেকে এলাকাবাসীর সহযোগিতায় প্রানে রক্ষা পায়।
ভূক্তভোগী আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এ ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় আছি।অনেক কষ্টে ধার-দেনা করে বাড়িটি করছিলাম, তারা অতর্কিত আমার কষ্টের টাকায় নির্মানাধীন বাড়ির পিলার দেয়াল ভেঙে আমাকে নিঃস্ব করে দিয়েছে, এতে আমার প্রায় ৫-৬লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
অভিযুক্ত রিদোয়ানের মোবাইলে অভিযোগের বিষয়ে জানতে তার মোবাইলে একাধিকবার কল দিয়েও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
স্হানীয় একাধিক মুরব্বি জানান, দুপরিবারের মাঝে এ বিরোধ অনেক পুরনো, ক্রমশঃ এই বিরোধ বৃদ্ধি পেয়ে শত্রুতায় পরিণত হচ্ছে। প্রশাসনের পাশাপাশি স্হানীয় জনসাধারনকে নিয়ে এ বিরোধের নিষ্পত্তি না করা হলে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে যাওয়ার আশংকা রয়েছে।
জানতে চাইলে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযোগ পাবার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে।কাগজপত্র নিয়ে থানায় আসার পর আইনগত ব্যবস্হা নেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়