ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
মাভাবিপ্রবির ক্যাফেটেরিয়ায় ‘আল-আসলামিয়া পর্দা কর্ণার’ চালু সিলেটে প্রধান বিচারপতির সাথে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব : মামুনুল হক সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারকবৃন্দের সাথে প্রধান বিচারপতির মতবিনিময় সভা জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কার হওয়ার কথা ছিল তা হয়নি : ছাত্রশিবির সভাপতি ধসে পড়ল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি, ভেতরে আটকা বহু বনানীতে সিসা বারে যুবককে কুপিয়ে হত্যা রংপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, বাড়ছে ভাঙন আতঙ্ক আনিসুল হক ও গোলাম সরোয়ারের বেপরোয়া লুটপাট-২ আনিসুল হক ও গোলাম সরোয়ারের বেপরোয়া লুটপাট-১

ল্যাম্বরগিনি কিনে ট্রলের শিকার শ্রদ্ধা কাপুর

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৮:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ৪২৬ Time View

ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা মডেলের গাড়ির সঙ্গে শ্রদ্ধা কাপুর

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। এদিন রাতে নিজেকে নিজে একটি ল্যাম্বরগিনি কিনে উপহার দিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। লাল রঙের সেই গাড়িটির দাম চার কোটিরও বেশি।

ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা মডেলের গাড়িটি চালানোর আগে সেটি পূজা করাতে মুম্বাইয়ের ইসকন মন্দিরে যান শ্রদ্ধা কাপুর। ইসকনের এক সন্ন্যাসীর পাশে দাঁড়িয়ে গাড়িটির পূজা করেন অভিনেত্রী। তারপর গাড়ির চালকের আসনে বসেন।

ল্যাম্বরগিনি মুম্বাইয়ের প্রধান পূজা চৌধুরীও শ্রদ্ধা আর তার লাল ল্যাম্বরগিনির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। পূজা লিখেছেন ক্যাপশনে লেখেন, ‘আজ আমার জন্য সত্যিই একটি বিশেষ মুহূর্ত! প্রতিভাবান শ্রদ্ধা কাপুরের হাতে একটি হুরাকান টেকনিকা তুলে দিচ্ছি, আমি অনেক বছর ধরে এই কোম্পানির সঙ্গে রয়েছি। কোম্পানিটির সঙ্গে আমার যাত্রার এটা একটা আবেগপূর্ণ মুহূর্ত। এটি মুম্বাইতে প্রথম ল্যাম্বরগিনি যে এমন একজন প্রতিভাবান নারীকে বিক্রি করা হয়েছে।’

এদিকে ল্যাম্বরগিনি কেনার জন্য তীব্র ট্রলের মুখেও পড়তে হয়েছে শ্রদ্ধা কাপুরকে। প্রসঙ্গত এই গাড়িটি অত্য়ন্ত ব্যয়বহুল একটি গাড়ি। এর উপর গাড়িটি উচ্চ অ্যাকটেন ফুয়েলে চলে, যা কম জায়গায় পাওয়া যায়। এই গাড়ি সাধারণ জ্বালানিতেও চালানো যায় ঠিকই তবে তাতে ইঞ্জিনের ক্ষতি হয় বলেই দাবি করা হয়। আর এই কারণেই এই গাড়ির পরিবেশ ক্ষতি করে বলেও দাবি করা হয়। আর এই কারণগুলি তুলে ধরে সোশ্যালে শ্রদ্ধার তীব্র সমালোচনা করেন নেটিজেনদের একাংশ।

Please Share This Post in Your Social Media

ল্যাম্বরগিনি কিনে ট্রলের শিকার শ্রদ্ধা কাপুর

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৮:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। এদিন রাতে নিজেকে নিজে একটি ল্যাম্বরগিনি কিনে উপহার দিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। লাল রঙের সেই গাড়িটির দাম চার কোটিরও বেশি।

ল্যাম্বরগিনি হুরাকান টেকনিকা মডেলের গাড়িটি চালানোর আগে সেটি পূজা করাতে মুম্বাইয়ের ইসকন মন্দিরে যান শ্রদ্ধা কাপুর। ইসকনের এক সন্ন্যাসীর পাশে দাঁড়িয়ে গাড়িটির পূজা করেন অভিনেত্রী। তারপর গাড়ির চালকের আসনে বসেন।

ল্যাম্বরগিনি মুম্বাইয়ের প্রধান পূজা চৌধুরীও শ্রদ্ধা আর তার লাল ল্যাম্বরগিনির সামনে দাঁড়িয়ে পোজ দিয়েছেন। পূজা লিখেছেন ক্যাপশনে লেখেন, ‘আজ আমার জন্য সত্যিই একটি বিশেষ মুহূর্ত! প্রতিভাবান শ্রদ্ধা কাপুরের হাতে একটি হুরাকান টেকনিকা তুলে দিচ্ছি, আমি অনেক বছর ধরে এই কোম্পানির সঙ্গে রয়েছি। কোম্পানিটির সঙ্গে আমার যাত্রার এটা একটা আবেগপূর্ণ মুহূর্ত। এটি মুম্বাইতে প্রথম ল্যাম্বরগিনি যে এমন একজন প্রতিভাবান নারীকে বিক্রি করা হয়েছে।’

এদিকে ল্যাম্বরগিনি কেনার জন্য তীব্র ট্রলের মুখেও পড়তে হয়েছে শ্রদ্ধা কাপুরকে। প্রসঙ্গত এই গাড়িটি অত্য়ন্ত ব্যয়বহুল একটি গাড়ি। এর উপর গাড়িটি উচ্চ অ্যাকটেন ফুয়েলে চলে, যা কম জায়গায় পাওয়া যায়। এই গাড়ি সাধারণ জ্বালানিতেও চালানো যায় ঠিকই তবে তাতে ইঞ্জিনের ক্ষতি হয় বলেই দাবি করা হয়। আর এই কারণেই এই গাড়ির পরিবেশ ক্ষতি করে বলেও দাবি করা হয়। আর এই কারণগুলি তুলে ধরে সোশ্যালে শ্রদ্ধার তীব্র সমালোচনা করেন নেটিজেনদের একাংশ।