ব্রেকিং নিউজঃ
লোহাগাড়ায় শিশু যৌন হয়রানির চেষ্টা, যুবক গ্রেফতার
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
- Update Time : ১০:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / ২২২ Time View
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল চট্টগ্রামের লোহাগাড়ায় শিশু হেনস্তাকারী নুরুল ইসলাম (৪৫) নামে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমাদার পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত নুরুল ইসলাম সাতকানিয়া পৌরসভার ছমাদার পাড়া এলাকার আব্দুস ছালামের পুত্র।
জানা যায়, গত ১১ মার্চ রাতে লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনের স্কুল রোড সংলগ্ন এক ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত এক শিশুকে হেনস্তা করা হয়। কয়েকদিন আগে সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উটে। পরে পুলিশ পরিচয় শনাক্ত করে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার সেকেন্ড ইন অফিসার এসআই জাহেদুল ইসলাম জানান, এই ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। রোববার (২৩ মার্চ) তাকে আদালতে সোপর্দ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়












































































































































































































