লোহাগাড়ায় প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযান, বালু উত্তোলন বন্ধ

- Update Time : ১২:২১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৩ Time View
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ৮নং ওয়ার্ডের সাতগড় লম্বাশিয়া এলাকায় বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। বছর দু-এক আগে এ বালু উত্তোলন বন্ধ হলেও কিছুদিন ধরে বালু উত্তোলন পুরোদমে শুরু হয়।
সাতগড় লম্বাশিয়া পাহাড়ি এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বনবিভাগ। এসময় উত্তোলিত বালুর স্তুপগুলো মিশিয়ে দেওয়া হয়েছে এবং ৫টি রাস্তা কেটে দিয়ে বালু উত্তোলনে গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়।
বৃহষ্পতিবার (২০ মার্চ) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।
অভিযানকালে পদুয়া সহকারি বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন, চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, ডলুবিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, সাতগড় বিট অফিসার মহসিনসহ থানা পুলিশের সদস্য, আনসার ও বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বলেন, উপজেলার চুনতি ৮নং ওয়ার্ডের সাতগড় লম্বাশিয়া এলাকায় বালু উত্তোলন করছিল প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে এ এলাকায় বনবিভাগকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। উত্তোলিত বালুর স্তুপগুলো মিশিয়ে দেওয়া হয়েছে এবং ৫টি রাস্তা কেটে দিয়ে বালু উত্তোলনে গাড়ি চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে নিয়মিত মামলার জন্য চুনতি রেঞ্জকে বলা হয়েছে। জনস্বার্থে স্থায়ীভাবে বন ও পরিবেশ রক্ষায় বালু উত্তোলন বন্ধে সব ধরনের বেবস্থা নিতে বদ্ধ পরিকর প্রশাসন।