লোহাগাড়ায় ঈগল পরিবহনের অবৈধ পার্কিং: তিনটি গাড়ি আটক, থানার কড়া অবস্থান

- Update Time : ০৫:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
- / ২৬৬ Time View
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়কে অবৈধ পার্কিং করে যানজট সৃষ্টি করায় ঈগল পরিবহনের তিনটি বাস আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এসব গাড়ি আটক করে।
স্থানীয়রা জানান,লোহাগাড়া বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে ঈগল পরিবহনের কয়েকটি গাড়ি রাস্তার পাশে স্থায়ীভাবে পার্ক করে রাখা হচ্ছিল। এতে পথচারী ও অন্যান্য যানবাহনের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।
বিষয়টি নিয়ে অভিযোগের পর থানার নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন,
“সড়কে শৃঙ্খলা ফেরাতে ও জনদুর্ভোগ কমাতে আমরা এই অভিযান শুরু করেছি। ঈগল পরিবহনের তিনটি গাড়ি আটক করা হয়েছে। ভবিষ্যতেও কেউ সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়রা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এই উদ্যোগ অব্যাহত থাকলে লোহাগাড়ার সড়কে যানজট ও বিশৃঙ্খলা অনেকটাই কমে যাবে।