ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ্ এর একক সঙ্গীত সন্ধ্যা

বিনোদন রিপোর্ট
  • Update Time : ০৮:৪৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • / ৯৪ Time View

রাজধানী ঢাকায় জাতীয় যাদুঘর এর বেগম সুফিয়া কামাল মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল উদীয়মান জনপ্রিয় লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ্ এর একক সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট কবি, গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সচিব আসাদুল্লাহ্।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোকসংগীত এর জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বক্কর সিদ্দিক, লোকগীতির বিশিষ্ট কন্ঠশিল্পী আশরাফ উদাস, বিশিষ্ট গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার। অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আব্দুল হাকিম।

আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম, বিশিষ্ট নাট্যকার জিনাত, সঙ্গীত ম্যাগাজিন এর প্রধান সম্পাদক রওনাক হাসানসহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। এ ছাড়াও বেতার, টেলিভিশন এর অনেক শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেল ৪টায় সুরের মুর্চ্ছনার শুরু হয় নিপা আহমেদ সারাহ্ এর সঙ্গীত পরিবেশনা। একেএম দিদার উদ্দিন সেলিমের কথা ও বিখ্যাত সুরকার সুপ্রিম চৌধুরীর সুর করা ‘তুমি আমার আকাশের চাঁদ, তুমি নদীর ঢেউ’ গানটি দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

চমৎকার গায়কী দিয়ে নিপা আহমেদ সারাহ একে একে অনুষ্ঠানে একুশটি লোকসংগীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মঞ্চ অভিনতা, কবি, গীতিকার ও জাতীয় পর্যায়ের উপস্থাপক একেএম দিদার উদ্দিন সেলিম। রাত নয়টায় ‘মিলন হবে কতো দিনে’ লালনগীতির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ্ এর একক সঙ্গীত সন্ধ্যা

বিনোদন রিপোর্ট
Update Time : ০৮:৪৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

রাজধানী ঢাকায় জাতীয় যাদুঘর এর বেগম সুফিয়া কামাল মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল উদীয়মান জনপ্রিয় লোকসংগীত শিল্পী নিপা আহমেদ সারাহ্ এর একক সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট কবি, গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক সচিব আসাদুল্লাহ্।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোকসংগীত এর জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু বক্কর সিদ্দিক, লোকগীতির বিশিষ্ট কন্ঠশিল্পী আশরাফ উদাস, বিশিষ্ট গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার। অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক গাজী আব্দুল হাকিম।

আমন্ত্রিত বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা আজিজুল হাকিম, বিশিষ্ট নাট্যকার জিনাত, সঙ্গীত ম্যাগাজিন এর প্রধান সম্পাদক রওনাক হাসানসহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ। এ ছাড়াও বেতার, টেলিভিশন এর অনেক শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেল ৪টায় সুরের মুর্চ্ছনার শুরু হয় নিপা আহমেদ সারাহ্ এর সঙ্গীত পরিবেশনা। একেএম দিদার উদ্দিন সেলিমের কথা ও বিখ্যাত সুরকার সুপ্রিম চৌধুরীর সুর করা ‘তুমি আমার আকাশের চাঁদ, তুমি নদীর ঢেউ’ গানটি দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

চমৎকার গায়কী দিয়ে নিপা আহমেদ সারাহ একে একে অনুষ্ঠানে একুশটি লোকসংগীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন মঞ্চ অভিনতা, কবি, গীতিকার ও জাতীয় পর্যায়ের উপস্থাপক একেএম দিদার উদ্দিন সেলিম। রাত নয়টায় ‘মিলন হবে কতো দিনে’ লালনগীতির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

নওরোজ/এসএইচ