ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৩ Time View

ফাইল ছবি

লেবাননের পূর্বাঞ্চলে সোমবার একাধিক হামলা ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় হারমেল এলাকায় সাতটি হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেকা উপত্যকায় হিজবুল্লাহর কয়েকটি ‘লক্ষ্যবস্তু’তে আঘাত হেনেছে।

এর মধ্যে ছিল গোষ্ঠীটির অভিজাত রাদওয়ান বাহিনীর ব্যবহৃত প্রশিক্ষণ শিবিরও।

সেনাবাহিনী বলেছে, এসব স্থানে হিজবুল্লাহর কর্মকাণ্ড ও অস্ত্র মজুদ গত বছরের নভেম্বরে হওয়া চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’। ওই চুক্তির মাধ্যমে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হয়েছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

ইসরায়েলের সোমবারের এই হামলা এমন সময়ে হলো, যখন লেবানন সরকার গত সপ্তাহে জানিয়েছিল, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে। তবে এ পরিকল্পনার বিস্তারিত জানানো হয়নি।

সরকার বলেছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবেই এ নিরস্ত্রীকরণ উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও হিজবুল্লাহ এর বিরোধিতা করছে।

Please Share This Post in Your Social Media

লেবাননে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৭:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

লেবাননের পূর্বাঞ্চলে সোমবার একাধিক হামলা ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় হারমেল এলাকায় সাতটি হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেকা উপত্যকায় হিজবুল্লাহর কয়েকটি ‘লক্ষ্যবস্তু’তে আঘাত হেনেছে।

এর মধ্যে ছিল গোষ্ঠীটির অভিজাত রাদওয়ান বাহিনীর ব্যবহৃত প্রশিক্ষণ শিবিরও।

সেনাবাহিনী বলেছে, এসব স্থানে হিজবুল্লাহর কর্মকাণ্ড ও অস্ত্র মজুদ গত বছরের নভেম্বরে হওয়া চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’। ওই চুক্তির মাধ্যমে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হয়েছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

ইসরায়েলের সোমবারের এই হামলা এমন সময়ে হলো, যখন লেবানন সরকার গত সপ্তাহে জানিয়েছিল, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে। তবে এ পরিকল্পনার বিস্তারিত জানানো হয়নি।

সরকার বলেছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবেই এ নিরস্ত্রীকরণ উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও হিজবুল্লাহ এর বিরোধিতা করছে।