লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১৬৪৫

- Update Time : ১১:৩৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / ৭৭ Time View
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় লেবাননে অন্তত ১,৬৪৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত কয়েক সপ্তাহে ইসরায়েলি বাহিনীর হামলা ও হিজবুল্লাহর পাল্টা আক্রমণে দক্ষিণ লেবাননের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। এ সংঘাতে গত এক বছরে মোট ২,২২৫ জন নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলার তীব্রতা বেড়েছে। বিশেষ করে গত সেপ্টেম্বরে ইসরায়েল লেবাননে আক্রমণ বাড়িয়ে দেয়। শনিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের একটি প্রধান বাণিজ্যিক এলাকার সড়কে বোমা হামলা চালায়, এতে অন্তত ৮ জন আহত হন।
এর আগে, শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একজন সদস্য আহত হন। জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল) জানিয়েছে, ইসরায়েল সীমান্তের কাছাকাছি দুই দিনের মধ্যে এ নিয়ে পঞ্চম শান্তিরক্ষী আহত হলেন।
ইসরায়েল গাজায় হামলা চালিয়েই যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক আল জাজিরাকে বলেন, উত্তর গাজায় নবম দিনের সামরিক অবরোধে কমপক্ষে ২০০ জন নিহত হয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়। জবাবে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। ইসরায়েলের হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ হাজার ১৭৫ জনের প্রাণ গেছে। আর আহত হয়েছেন ৯৮ হাজার ৩৩৬ জন।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়