ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ১২:১৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ১৩ Time View

ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় আল-মানসুরি এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি।

রোববার (১৬ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমের বরাতে শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এরপরও লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলি সেনারা এখনও আটটি স্থানে মোতায়েন রয়েছে। শুধু তাই নয়, নিয়মিতভাবে দক্ষিণ ও পূর্ব লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

লেবাননের সরকারি হিসাবে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৩৫০ জনের বেশি নিহত এবং ৬৫০ জনের বেশি আহত হয়েছেন।

চলতি বছর ৩ নভেম্বর পর্যন্ত লেবানন মোট ৪ হাজার ৫২৭টি ইসরায়েলি লঙ্ঘন নথিভুক্ত করেছে। এর মধ্যে ৮৩৬টি বিমান হামলা, ১৯২টি আর্টিলারি আক্রমণ, ২৫৯টি স্থল অনুপ্রবেশ, ১১৭টি ধ্বংসযজ্ঞ, ১১৬টি দাহ্য অস্ত্র ব্যবহার, ৩৮৫টি বিস্ফোরণ এবং ৪৩৫টি গুলিবর্ষণসংক্রান্ত ঘটনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ১২:১৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

লেবাননের দক্ষিণাঞ্চলীয় আল-মানসুরি এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি।

রোববার (১৬ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমের বরাতে শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের ২৭ নভেম্বর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এরপরও লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলি সেনারা এখনও আটটি স্থানে মোতায়েন রয়েছে। শুধু তাই নয়, নিয়মিতভাবে দক্ষিণ ও পূর্ব লেবাননে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

লেবাননের সরকারি হিসাবে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৩৫০ জনের বেশি নিহত এবং ৬৫০ জনের বেশি আহত হয়েছেন।

চলতি বছর ৩ নভেম্বর পর্যন্ত লেবানন মোট ৪ হাজার ৫২৭টি ইসরায়েলি লঙ্ঘন নথিভুক্ত করেছে। এর মধ্যে ৮৩৬টি বিমান হামলা, ১৯২টি আর্টিলারি আক্রমণ, ২৫৯টি স্থল অনুপ্রবেশ, ১১৭টি ধ্বংসযজ্ঞ, ১১৬টি দাহ্য অস্ত্র ব্যবহার, ৩৮৫টি বিস্ফোরণ এবং ৪৩৫টি গুলিবর্ষণসংক্রান্ত ঘটনা রয়েছে।