লিবিয়ায় পাচার বাংলাদেশিকে উদ্ধার করলো পিবিআই

- Update Time : ০৯:৩৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৪২ Time View
লিবিয়ায় মানব পাচারকারীদের খপ্পর থেকে এক বাংলাদেশিকে উদ্ধার করেছে যশোর পিবিআই। দেশে ফেরার পর ওই ব্যক্তি রোববার আদালতে জবানবন্দি দিয়েছেন।
মানব পাচারকারীদের হাতে জিম্মি থাকা ওই ব্যক্তির নাম সৈয়দ আব্দুস সালাম (৪২)। তিনি যশোরের বাঘারপাড়া থানার খলসী গ্রামের বাসিন্দা।
পেশায় কৃষক সালাম পরিবারে সচ্ছলতা আনতে বিদেশে যাওয়া সিদ্ধান্ত নেন। পরে মানব পাচারকারীদের খপ্পরে পড়েন।
পিবিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিমের প্রতিবেশী আসামি নওয়াব আলী প্রথমে তাকে রোমানিয়া ও পরে ইতালি পাঠানোর কথা জানায়। চুক্তি হয় চার লাখ টাকার। ২২ মার্চ দুবাই নিয়ে সেখানে দুই দিন অবস্থান, এরপর মিশরে পাঁচ ঘণ্টা বিরতির পর লিবিয়ায় নিয়ে আটকে রাখেন। সেখান থেকে ২০/২২ দিন পর নওয়াব আলী ভিকটিমকে ইতালি পাঠানোর জন্য অপরিচিত কিছু লোকের কাছে পাঠায়। এরপর অন্য আসামিরা তাকে আটকে রেখে ১৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। কিন্তু তাকে ছেড়ে দেওয়া না হলে পরিবার বুঝতে পারে তিনি মানব পাচারকারীদের হাতে জিম্মি। পরে দুই মে আদালতে পরিবার মামলা করে।
আদালত পিবিআই যশোরকে মামলাটি তদন্তের নির্দেশ দিলে সংস্থাটি তাকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়।