ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি টঙ্গী ফ্লাইওভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কাউন্সিলরের বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় বিপাকে ৪ কর্মকর্তা  নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নিতে হবে আদালত থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা নয় বছর পর ফিরছে ‘ব্রিকলেন কারি ফ্যাস্টিভ্যাল’ ফিলিস্তিনের প্রধান বিচারপতির সম্মানে প্রধান বিচারপতির নৈশভোজ

ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাকে বিস্ফোরণ, হতাহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৫:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / ১৯৮ Time View

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাস ভেগাসে অবস্থিত ট্রাম্প হোটেলের কাছে টেসলার একটি সাইবারট্রাকে বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। খবর বিবিসি ও ফক্স নিউজের।

যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় ১৫ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই লাস ভেগাসে অবস্থিত ট্রাম্প হোটেলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলার সঙ্গে ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এই মুহূর্তে এ ধরনের কোনো রিপোর্ট তাদের হাতে নেই বলে জানানো হয়েছে।

নিউ অরলিন্সের হামলাকারী এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় আহত সবাই শিশু।

বেশ কিছু ফুটেজে দেখা গেছে, ট্রাম্প হোটেলের প্রবেশ পথের একেবারে সামনেই সাইবারট্রাকটি পার্কিং করা হয়। বেশ কয়েক সেকেন্ড সেখানে অবস্থানের পর ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে।

এফবিআই বলছে, এই বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাইবারট্রাকে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে একটি পিকআপ ট্রাক নিয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হন। ওই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৫ জন। এই ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। শামসুদ্দীন জব্বার নামের ওই ব্যক্তি মার্কিন নাগরিক। নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে ভিড়ের মধ্যে তিনি পিকআপ নিয়ে হামলা চালান।

এদিকে এফবিআই জানিয়েছে, ওই পিকআপের ভেতর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা উদ্ধার করা হয়েছে। তারা এই হামলাকে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ হিসেবেই তদন্ত করছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই সন্দেহভাজন ব্যক্তি হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও আপলোড করেন। সেখানে ইঙ্গিত পাওয়া গেছে যে, তিনি আইএস কর্মকাণ্ডে অনুপ্রাণিত ছিলেন এবং ‘হত্যাকাণ্ডের’ প্রতিও তার আগ্রহ তৈরি হয়েছিল।

আরও পড়ুন>>> যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় নিহত বেড়ে ১৫, আইএসের পতাকা উদ্ধার

Please Share This Post in Your Social Media

ট্রাম্প হোটেলের সামনে সাইবারট্রাকে বিস্ফোরণ, হতাহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৫:৩১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাস ভেগাসে অবস্থিত ট্রাম্প হোটেলের কাছে টেসলার একটি সাইবারট্রাকে বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। খবর বিবিসি ও ফক্স নিউজের।

যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় ১৫ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই লাস ভেগাসে অবস্থিত ট্রাম্প হোটেলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, নিউ অরলিন্সে হামলার সঙ্গে ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণের ঘটনার কোনো সম্পর্ক আছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এই মুহূর্তে এ ধরনের কোনো রিপোর্ট তাদের হাতে নেই বলে জানানো হয়েছে।

নিউ অরলিন্সের হামলাকারী এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে ট্রাম্প হোটেলের বাইরে বিস্ফোরণের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনায় আহত সবাই শিশু।

বেশ কিছু ফুটেজে দেখা গেছে, ট্রাম্প হোটেলের প্রবেশ পথের একেবারে সামনেই সাইবারট্রাকটি পার্কিং করা হয়। বেশ কয়েক সেকেন্ড সেখানে অবস্থানের পর ট্রাকটিতে বিস্ফোরণ ঘটে।

এফবিআই বলছে, এই বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সাইবারট্রাকে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে ভিড়ের মধ্যে একটি পিকআপ ট্রাক নিয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন নিহত হন। ওই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৫ জন। এই ঘটনায় হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। শামসুদ্দীন জব্বার নামের ওই ব্যক্তি মার্কিন নাগরিক। নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে ভিড়ের মধ্যে তিনি পিকআপ নিয়ে হামলা চালান।

এদিকে এফবিআই জানিয়েছে, ওই পিকআপের ভেতর থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পতাকা উদ্ধার করা হয়েছে। তারা এই হামলাকে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’ হিসেবেই তদন্ত করছে। তদন্তকারীরা জানিয়েছেন, ওই সন্দেহভাজন ব্যক্তি হামলা চালানোর কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও আপলোড করেন। সেখানে ইঙ্গিত পাওয়া গেছে যে, তিনি আইএস কর্মকাণ্ডে অনুপ্রাণিত ছিলেন এবং ‘হত্যাকাণ্ডের’ প্রতিও তার আগ্রহ তৈরি হয়েছিল।

আরও পড়ুন>>> যুক্তরাষ্ট্রে ট্রাকচাপায় নিহত বেড়ে ১৫, আইএসের পতাকা উদ্ধার