ব্রেকিং নিউজঃ
লালমনিরহাটে দুই ভারতীয় নাগরিক আটক

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি
- Update Time : ০৮:৪৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ২৯২ Time View
লালমনিরহাটের আদিতমারীর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে রহমত উল্লাহ (৩০) ও সুমন হক (২৩) নামে দুই ভারতীয় যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারি সীমান্তে তাদেরকে আটক করা হয়।
বিকেলে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিঘলটারী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করে বিজিবি।
আটককৃতরা হলেন, পশ্চিমবঙ্গে কুচবিহার জেলার দিনহাটা উপজেলার জারি ধরলা গ্রামের কাশেম আলী ছেলে রহমত উল্লাহ (৩০) ও একই এলাকার শামসুল হকের ছেলে সুমন হক (২৩)।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্গাপুর সীমান্তে বিজিবি দুই ভারতীয় যুবককে আটক করেছে বিষয়টি জেনেছি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভারতের দুই যুবক অবৈধভাবে দিঘলটারি সীমান্ত মেইন পিলার ৯২৫ এর সাব পিলার ৮ এর ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কাউয়ার চরে চলে আসেন। এসময় ১৫ বিজিবি ব্যাটালিয়ন দিঘলটারী বিওপির সদস্যরা তাদের আটক করেন।
খবর পেয়ে বিএসএফ তাদের বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানালে সাড়া দেয় বিজিবি। পরে বিকেলে ওই সীমান্তের নোম্যান্স ল্যান্ডে দুই বাহিনীর পতাকা বৈঠক শেষে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন, বিএসএফের অনুরোধে বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় ওই দুই নাগরিককে ফেরত দেওয়া হয়েছে।