ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইলিয়াস আলীসহ গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার দাবি স্বজনদের গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন মুনিয়া হত্যাকাণ্ডে আফ্রিদির সম্পৃক্ততা খতিয়ে দেখবে সিআইডি : রাষ্ট্রপক্ষ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি টাকা নিজের জুস পান করে নিজেই বেহুঁশ অজ্ঞান পার্টির সদস্য ! জামাতের গায়ে ছুঁচোর গন্ধ বনাম নির্বাচন বানচালের নতুন তত্ত্ব “পি আর”  ফরিদপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী চুন্নু লাগামহীন দুর্নীতির পরও বহাল তবিয়তে হাত বেঁধে-মুখ ঢেকে নৌকায় চাপিয়ে জোর করে সাগরে ফেলা হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ দেশকে বেআইনি মবের শাসন থেকে বেরিয়ে আসতে হবেঃ তারেক রহমান

লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া সেই ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

লালপুর ( নাটোর ) প্রতিনিধি
  • Update Time : ০৭:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ১৭১ Time View

নাটোরের লালপুর থানা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সেই ছাত্রদল নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেল উদ্দিন, রুবেলের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) এবং ও কদিমচিলান ইউনিয়নের বাসিন্দা যুবদল নেতা মাসুদ রানা (৪৫)।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ১৬ ডিসেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুরে বিএনপি নেতা আব্দুর রশীদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন হিসেবে মঙ্গলবার দুপুরে রুবেলকে আটক করে লালপুর থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এই ঘটনায় মঙ্গলবার রাতে ৩৮ জনের নামসহ অজ্ঞাতদের নামে মামলা করা হয়। পরে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রুবেলের দুই বোনসহ তিনজনকে গ্রেপ্তার করে সদর থানায় রাখা হয়। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। পরবর্তীতে পাশ্ববর্তী ইশ্বরদী থেকে ছাত্রদল নেতা রুবেলকেও গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

Please Share This Post in Your Social Media

লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া সেই ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

লালপুর ( নাটোর ) প্রতিনিধি
Update Time : ০৭:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

নাটোরের লালপুর থানা থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সেই ছাত্রদল নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রুবেল উদ্দিন, রুবেলের বোন রুপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) এবং ও কদিমচিলান ইউনিয়নের বাসিন্দা যুবদল নেতা মাসুদ রানা (৪৫)।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ১৬ ডিসেম্বর নাটোরের বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুরে বিএনপি নেতা আব্দুর রশীদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজন হিসেবে মঙ্গলবার দুপুরে রুবেলকে আটক করে লালপুর থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এই ঘটনায় মঙ্গলবার রাতে ৩৮ জনের নামসহ অজ্ঞাতদের নামে মামলা করা হয়। পরে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রুবেলের দুই বোনসহ তিনজনকে গ্রেপ্তার করে সদর থানায় রাখা হয়। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। পরবর্তীতে পাশ্ববর্তী ইশ্বরদী থেকে ছাত্রদল নেতা রুবেলকেও গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। মামলার অন্যান্য আসামীদেরও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।