লালপুরে পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

- Update Time : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৪৪৭ Time View
নাটোরের লালপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫- দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লালপুর উপজেলা জামায়াতে ইসলামী।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে লালপুর মডেল মসজিদ মোড়ে থেকে উপজেলা জামায়াতের উদ্যোগে মিছিল শুরু করে গোপালপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় রিক্সাষ্টান্ডে পথসভায় বক্তব্য রাখেন নাটোর ১ , ( লালপুর – বাগাতিপাড়া) আসনে জামায়াতের মনোনিত প্রার্থী, লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ,
নাটোর জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেখতে পাচ্ছি একটি দল নির্বাচন নির্বাচন বলে মরিয়া হয়ে উঠেছে। যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তাদের বিচারের কথা একবারো বলে না। তাদের বিচার দৃশ্যমান, জুলাই সনদ বাস্তবায়ন , পি আর পদ্ধতির মাধ্যেমে নির্বাচন ও সংস্কার না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন হবেনা। দাবিগুলো পূরণের মাধ্যমে নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করতে সরকারকে আহ্বান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়