লালনের স্মরণে আজ সোহরাওয়ার্দীতে কনসার্ট

- Update Time : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ১০১ Time View
বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ও ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব।
লালন সাঁইয়ের দর্শন, জীবনবোধ ও গান নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে প্রতি বছরই আয়োজিত হয় এ উৎসব। কুষ্টিয়ার ছেউড়িয়ায় মূল তীর্থভূমিতেই যেমন নানা কর্মসূচি থাকছে, তেমনি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে লালন সংগীত উৎসব।
এ উৎসবের অংশ হিসেবে আজ ১৮ অক্টোবর মঞ্চে উঠছে জনপ্রিয় ব্যান্ড ‘লালন’। ব্যান্ডটির ড্রামার থিন হান মং বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ‘আমরা পারফর্ম করব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে আমাদের কথা হয়েছে। ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে সরকার এ আয়োজন করেছে। এখন সংস্কৃতি মন্ত্রণালয় এমন বিভিন্ন আয়োজনে কনসার্ট করছে, যা আমাদের কাছে খুবই ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ। নিঃসন্দেহে এ আয়োজন লালন সাঁইয়ের গানের ব্যাপ্তিকে আরও প্রসারিত করবে।’
ব্যান্ড ‘লালন’-এর এ কনসার্টের খবর ছড়িয়ে পড়তেই শ্রোতাদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উন্মাদনা। সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চের এ কনসার্টে শুধু ব্যান্ড ‘লালন’ নয়, আরও থাকবেন দেশের খ্যাতনামা শিল্পীরা। এ ছাড়া এই আয়োজনে লালনের গান পরিবেশন করবেন ইমন চৌধুরী ও বেঙ্গল সিম্ফনি, আলেয়া বেগম, নীরব অ্যান্ড বাউলস, মুজিব পরদেশী, পথিক নবী, সূচনা শেলী, বাউলা ব্যান্ড, অরূপ রাহী, সমগীতসহ আরও অনেকে।
লালনের জীবনদর্শন, সাম্যবাদী চিন্তা ও মানবতার বার্তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজনে শিল্পীরা যেমন আনন্দিত, তেমনি দর্শক-শ্রোতারাও অপেক্ষায় আছেন প্রিয় বাউল গানের এক ভিন্ন আবহে ডুবে যাওয়ার।