লাইভ চলাকালে আকাশযান দুর্ঘটনায় চীনা কনটেন্ট ক্রিয়েটর নিহত
- Update Time : ১২:৪৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / ৩৩৬ Time View
চীনের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তাং ফেইজি নিজস্ব আল্ট্রালাইট আকাশযান চালাতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। সিচুয়ানের জিয়ানগে কাউন্টিতে গত ২৭ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। এ সময় তিনি লাইভস্ট্রিমে ছিলেন এবং শত শত অনুসারী পুরো ঘটনাটি সরাসরি প্রত্যক্ষ করেন বলে এক প্রতিবেদনে মঙ্গলবার জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনটিতে বলা হয়, তাং ফেইজির ডৌইন (চীনা টিকটক) অ্যাকাউন্টে এক লাখেরও বেশি অনুসারী ছিল।
দুর্ঘটনার পর তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো প্রাইভেট করে দেওয়া হয়। তবে লাইভস্ট্রিমের ভিডিও এক্সসহ অন্যান্য প্ল্যাটফরমে ছড়িয়ে পড়ে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা চায়না নিউজ সার্ভিস ও স্থানীয় কভার নিউজ জানায়, আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে আকাশযানটি মাটিতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গণমাধ্যমের খবরে বলা হয়, তিনি প্রায় ৪৯ হাজার ডলার খরচে এই আকাশযানটি কিনেছিলেন। বিমানটি সর্বোচ্চ দুই হাজার ফুট উচ্চতায় উঠতে এবং ঘণ্টায় ৬০ মাইলের বেশি গতিতে চলতে সক্ষম ছিল।
তাং দাবি করেছিলেন, মাত্র ছয় ঘণ্টার প্রশিক্ষণেই তিনি আকাশযান চালনার কৌশল আয়ত্ত করেছেন। এ কারণে নিরাপত্তা ও নিয়মকানুন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল।
দুর্ঘটনার সময় তিনি হেলমেট কিংবা প্যারাশুট কোনোটিই পরেননি।
লাইভস্ট্রিম চলাকালে অনেক দর্শক আতঙ্কে লিখতে থাকেন—‘ওকে বাঁচাও’, ‘তাড়াতাড়ি জরুরি সেবায় ফোন করো’। দুর্ঘটনার পর অনুসারীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে, তাকে সাহসী ও উড়ানের প্রতি নিবেদিতপ্রাণ বলে স্মরণ করেছেন।
এ ছাড়া ২০২৪ সালে এর আগেও দুই দফা তার আকাশযানের ফুয়েল গেজ নষ্ট হয়ে ৩০ ফুটের কম উচ্চতা থেকে জরুরি অবতরণের ঘটনা ঘটেছিল।



































































































