ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

লাইভ চলাকালীন টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / ১২ Time View

শর্টস ভিডিও শেয়ারিং প্লাটফর্মে টিকটকে লাইভ স্ট্রিমিং করার সময় গুলি করে হত্যা করা হলো মেক্সিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে। দেশটির জালিসকো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভ্যালেরিয়ার বিউটি সেলুনে প্রবেশ করে তাকে লক্ষ্য করে এক ব্যক্তি গুলি চালালে মৃত্যু হয় তার।

বৃহস্পতিবার (১৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ ইনফ্লুয়েন্সারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভয়াবহ এ দুর্ঘটনার উদ্দেশ্য এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মামলাটি নারী হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। এখানে নারী ও মেয়েদের লিঙ্গ সংক্রান্ত কারণে হত্যা করা হয়।

গত ১৩ মে ঘটেছে এ দুর্ঘটনা। মৃত্যুর সময় বয়স ২৩ হয়েছিল এ টিকটক তারকার। আর মেক্সিকোতে লিঙ্গভিত্তিক সহিংসতা খুবই সাধারণ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন ১০ জন নারী বা মেয়ের তাদের সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে মৃত্যু হয়।

সোশ্যাল তারকা ভ্যালেরিয়া মৃত্যুর কিছুক্ষণ আগে জাপোপানের শহরতলিতে নিজের বিউটি সেলুনে একটি টেবিলে খেলনা নিয়ে লাইভ স্ট্রিমিং করছিলেন। কিছুক্ষণ পর গুলি করে হত্যা করা হয় তাকে। আর তখনই ফোন নিয়ে রেকর্ডিং বন্ধ করা হয় এবং এ কারণে ভিডিও-ও শেষ হয়।

জানা গেছে, এক ব্যক্তি উপহার দেয়ার অভিনয় করে হত্যা করেছে ভ্যালেরিয়াকে। তবে এ ঘটনায় প্রসিকিউটরের কার্যালয় এখনো সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি।

এদিকে ভ্যালেরিয়ার টিকটক ও ইনস্টাগ্রামে প্রায় ২ লাখ ভক্ত-অনুরাগী। তারা সবাই প্রিয় তারকার মৃত্যুতে আতঙ্কিত প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ ঘটনায় জাপোপানের মেয়র জুয়ান হোসে ফ্রাঙ্গি বলেছেন, ভ্যালেরিয়াকে হত্যার হুমকির ব্যাপারে কর্তৃপক্ষের কাছে কোনো সহায়তা চাওয়ার রেকর্ড নেই। এই নারী হত্যা সবচেয়ে খারাপ জিনিস।

Please Share This Post in Your Social Media

লাইভ চলাকালীন টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক
Update Time : ০৭:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

শর্টস ভিডিও শেয়ারিং প্লাটফর্মে টিকটকে লাইভ স্ট্রিমিং করার সময় গুলি করে হত্যা করা হলো মেক্সিকান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ভ্যালেরিয়া মার্কেজকে। দেশটির জালিসকো রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, ভ্যালেরিয়ার বিউটি সেলুনে প্রবেশ করে তাকে লক্ষ্য করে এক ব্যক্তি গুলি চালালে মৃত্যু হয় তার।

বৃহস্পতিবার (১৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ ইনফ্লুয়েন্সারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভয়াবহ এ দুর্ঘটনার উদ্দেশ্য এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মামলাটি নারী হত্যা হিসেবে তদন্ত করা হচ্ছে। এখানে নারী ও মেয়েদের লিঙ্গ সংক্রান্ত কারণে হত্যা করা হয়।

গত ১৩ মে ঘটেছে এ দুর্ঘটনা। মৃত্যুর সময় বয়স ২৩ হয়েছিল এ টিকটক তারকার। আর মেক্সিকোতে লিঙ্গভিত্তিক সহিংসতা খুবই সাধারণ। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন ১০ জন নারী বা মেয়ের তাদের সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে মৃত্যু হয়।

সোশ্যাল তারকা ভ্যালেরিয়া মৃত্যুর কিছুক্ষণ আগে জাপোপানের শহরতলিতে নিজের বিউটি সেলুনে একটি টেবিলে খেলনা নিয়ে লাইভ স্ট্রিমিং করছিলেন। কিছুক্ষণ পর গুলি করে হত্যা করা হয় তাকে। আর তখনই ফোন নিয়ে রেকর্ডিং বন্ধ করা হয় এবং এ কারণে ভিডিও-ও শেষ হয়।

জানা গেছে, এক ব্যক্তি উপহার দেয়ার অভিনয় করে হত্যা করেছে ভ্যালেরিয়াকে। তবে এ ঘটনায় প্রসিকিউটরের কার্যালয় এখনো সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি।

এদিকে ভ্যালেরিয়ার টিকটক ও ইনস্টাগ্রামে প্রায় ২ লাখ ভক্ত-অনুরাগী। তারা সবাই প্রিয় তারকার মৃত্যুতে আতঙ্কিত প্রতিক্রিয়া জানিয়েছেন।

এ ঘটনায় জাপোপানের মেয়র জুয়ান হোসে ফ্রাঙ্গি বলেছেন, ভ্যালেরিয়াকে হত্যার হুমকির ব্যাপারে কর্তৃপক্ষের কাছে কোনো সহায়তা চাওয়ার রেকর্ড নেই। এই নারী হত্যা সবচেয়ে খারাপ জিনিস।