ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
গাইবান্ধার সাবেক এমপিকে কারাগারে প্রেরণ আওয়ামী লীগ নেতা এখনও চেয়ারম্যানের দায়িত্বে বহাল রয়েছেন রংপুরে দোকানপাট বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে তা’মীরুল মিল্লাত শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠার কাজ সক্রিয়ভাবে এগিয়ে চলছে : প্রধান বিচারপতি দেশব্যাপী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের উদ্যোগ নেয়া হবে- পরিবেশ উপদেষ্টা এসএসসি পরীক্ষা: মোরেলঞ্জে দায়িত্ব অবহেলার কারনে ৯ শিক্ষককে বহিস্কার চীনের উপহারের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুরে তিস্তা এলাকা পরিদর্শন জাতীয় প্রেস ক্লাবে অবিলম্বে নির্বাচন দাবি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের বিচার বিভাগের স্বাধীনতা এবং দক্ষতা শীর্ষক সেমিনার সিরিজ অনুষ্ঠিত

লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ে গেছে প্যারিসের চেয়েও বড় এলাকা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৪:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / ১৪৩ Time View

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল তিনটি বড় অঞ্চলে ছড়িয়ে পড়েছে—পালিসেডস, ইটন ও হার্স্ট।

ক্যালিফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এই তিন অঞ্চলে দাবানলে মোট ৩৮ হাজার ৬২৯ একর (প্রায় ৬০ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে। এটি প্যারিস শহরের আয়তনের চেয়ে বড়। প্যারিসের আয়তন ৪০ বর্গমাইল।

বিশেষ করে পালিসেডস দাবানলেই ২৩ হাজার ৭১৩ একর (প্রায় ৩৭ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে, যা প্যারিস শহরের কাছাকাছি। দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের জন্য মারাত্মক ক্ষতি করছে। দাবানল নিয়ন্ত্রণে এখনো ব্যাপক চ্যালেঞ্জ রয়ে গেছে। দমকা বাতাসের গতির ওপর পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে।

প্যালিসেডস এলাকায় চলমান ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনা চলছে। প্রথমে ধারণা করা হয়েছিল, নতুন বছর উদযাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল। তবে, আগুন নেভানোর পর কয়েক দিন পর নতুন আগুনের সূত্রপাত হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে নতুন আগুনের স্ফুলিঙ্গ হতে পারে। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ পাওয়া গেছে।

এ পর্যন্ত দাবানলে অন্তত ২৪ জন মারা গেছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় কারফিউও জারি করা হয়েছে। ক্যালিফায়া কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পরবর্তী সময়ে বাতাসের গতি কমলে দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

 

Please Share This Post in Your Social Media

লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ে গেছে প্যারিসের চেয়েও বড় এলাকা

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৪:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল তিনটি বড় অঞ্চলে ছড়িয়ে পড়েছে—পালিসেডস, ইটন ও হার্স্ট।

ক্যালিফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এই তিন অঞ্চলে দাবানলে মোট ৩৮ হাজার ৬২৯ একর (প্রায় ৬০ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে। এটি প্যারিস শহরের আয়তনের চেয়ে বড়। প্যারিসের আয়তন ৪০ বর্গমাইল।

বিশেষ করে পালিসেডস দাবানলেই ২৩ হাজার ৭১৩ একর (প্রায় ৩৭ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে, যা প্যারিস শহরের কাছাকাছি। দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয়দের জন্য মারাত্মক ক্ষতি করছে। দাবানল নিয়ন্ত্রণে এখনো ব্যাপক চ্যালেঞ্জ রয়ে গেছে। দমকা বাতাসের গতির ওপর পরিস্থিতি আরও ভয়ংকর হতে পারে।

প্যালিসেডস এলাকায় চলমান ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনা চলছে। প্রথমে ধারণা করা হয়েছিল, নতুন বছর উদযাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল। তবে, আগুন নেভানোর পর কয়েক দিন পর নতুন আগুনের সূত্রপাত হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে নতুন আগুনের স্ফুলিঙ্গ হতে পারে। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ পাওয়া গেছে।

এ পর্যন্ত দাবানলে অন্তত ২৪ জন মারা গেছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় কারফিউও জারি করা হয়েছে। ক্যালিফায়া কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পরবর্তী সময়ে বাতাসের গতি কমলে দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।