লন্ডনে রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবের স্পন্সরদের সম্মাননা প্রদান

- Update Time : ১২:৫২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ১৪৮ Time View
রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাব এর উদ্যোগে বৃহস্পতিবার ২৮ শে মার্চ লন্ডনের রোমফোর্ড রোডের আয়ান রেস্টুরেন্টে ইফতার মাহফিল ও ক্লাব এর স্পন্সরদের সম্মাননা প্রদান করা হয়।
ক্লাব সভাপতি পাবেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং এখলাসুর রহমান পাক্কু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ডাইরেক্টর শাহগীর বখত ফারুক, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওয়াহিদ আহমেদ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক জুনিয়র, ওয়েস্টগেট সলিসিটর এর সুহেল উদ্দিন সেবুল আহমেদ, এইচ প্রপার্টি ফাইন্ডার এর সুয়েব মুনিম আয়ান রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী আব্দুস শহীদ, ক্লাব এর সহ—সভাপতি হাসান আবদুল্লাহ।
অনুষ্ঠান এর মূল আকর্ষণ এইচ প্রোপার্টির ফাইন্ডার এর ডাইরেক্টর শুয়েব মুনিমকে ক্রেস্ট প্রদান করেন ক্লাব ম্যানেজার আজহারুল ইসলাম আদনান, এসিসট্যান্ট ম্যানেজার সালমান।
আয়ান রেষ্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুস শহীদকে ক্রেষ্ট প্রদান করেন মোসায়েকুর রহমান, তানেল মিয়া। ওয়েস্ট গেইট সলিসিটর এর ডাইরেক্টর সুহেল উদ্দিনকে ক্রেস্ট পদান করেন ক্লাবের সহ—সভাপতি হাসান আবদুল্লাহ, মোহাম্মদ জামিল সহ ক্লাব এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ক্লাব সভাপতি পাবেল আহমেদ চৌধুরী তাঁর সমাপনী বক্তব্যে ক্লাবের প্লেয়ার্স, মেম্বারস এবং আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং রয়্যাল টাইগার্স স্পোর্টস ক্লাবকে সাহায্য সহযোগিতা করার জন্য কমিউনিটির বিত্তবানদের প্রতি অনুরোধ করেন।