লন্ডনে তারেক রহমানের জনসভা ১৬ ডিসেম্বর
- Update Time : ১২:৩৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ১৯ Time View
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরবেন। তার আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সেখানে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
এদিকে এই অনুষ্ঠানকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে যুক্তরাজ্য বিএনপি।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। প্রায় ১৮ মাস কারান্তরীণ থাকার পর ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পান তিনি। এরপর ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে যুক্তরাজ্যেই আছেন তিনি।



























































































































































































