ব্রেকিং নিউজঃ
লন্ডনের রাস্তায় আহত নায়ক সালমান শাহর মা

নওরোজ বিনোদন ডেস্ক
- Update Time : ০৬:১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ২৪৯ Time View
প্রয়াত নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী লন্ডনের রাস্তায় গাড়ি থেকে পড়ে আহত হয়েছেন। এতে তার হাত ভেঙে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহর ছোট মামা আলমগীর কুমকুম।
তিনি বলেন, ‘তিনদিন আগে লন্ডনের রাস্তায় গাড়ি থেকে পড়ে তার (নীলা চৌধুরী) বাম হাত ভেঙেছে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার সার্জারিও করেছেন। চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেছেন। হাত ভাঙা ছাড়াও বয়সজনিত কারণে শারীরিকভাবে কিছুটা দুর্বল তিনি। এখন তিনি বিশ্রামে রয়েছেন।’
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মা দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে ফিরলেও সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস করছেন। লন্ডনে নীলা চৌধুরী ছাড়াও তার আরেক ছেলে রয়েছেন।