ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু, মালিকদের বিরুদ্ধে মামলা দায়িত্ব পালনের মাধ্যমে জনগনের আস্থা অর্জন করা যায় – মনোয়ারা বেগম সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ রিমান্ডে টেকসই পর্যটনের জন্য প্রকৃতি রক্ষা অপরিহার্য – পরিবেশ উপদেষ্টা ইসরাইলকে পশ্চিম তীর দখল করতে দেবো না: ট্রাম্প শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মামলা, আদালতে খারিজ শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ে চেন্নাইয়ে থালাপতি বিজয়ের সমাবেশে পদপিষ্ট হয়ে ৩৪ জনের মৃত্যু জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে : তারেক রহমান বাদামতলীতে ঢাকা ৭ আসনের মনোনয়ন প্রত্যাশী রিয়াজ উদ্দিন আহমেদ মনি’র গণসংযোগ

লক্ষ্মীপুরে যুবলীগ-শ্রমিকলীগের ৩ নেতার বাড়িতে লুটপাট, আগুন

চট্টগ্রাম ব্যুরো
  • Update Time : ০১:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১৫ Time View

লক্ষ্মীপুরে যুবলীগ ও শ্রমিকলীগের ৩ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোসহ লুটপাট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার চরশাহী ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

এদিকে ৫ আগস্ট হামলার পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আরেক দফা লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নসহ ৪ নেতার বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুট করা হয়। জেলা শহরের উপকণ্ঠে ওই নেতাদের বাসভবন।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামে চরশাহী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিম রিয়াজ, নুরুল্লাপুর গ্রামে সদর (পূর্ব) উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম ও পূর্ব সৈয়দপুর গ্রামে জেলা শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক আবু ছিদ্দিক মুন্নার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রত্যেক বাড়িতেই দুর্বৃত্তরা মালামাল লুটপাট করে নিয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

জেলা শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক আবু ছিদ্দিক মুন্না বলেন, দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে মালামাল লুট করেছে। পরে আগুন লাগিয়ে দেয়। পাশের ঘরে আমার স্ত্রীসহ লোকজন ছিল। খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চরশাহী ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিয়াজ বলেন, আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। সবকিছু পুড়ে গেছে। কোনো জামা কাপড় নেওয়ার সুযোগও ছিল না। ঘরে আমার বাবাসহ পরিবারের লোকজন ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপি-জামায়াতের লোকজন হামলাগুলো চালিয়েছে। প্রত্যেকটি ঘটনাতেই ককটেল বোমা ফাটিয়েছে তারা। অগ্নিসংযোগ করে সব জ্বালিয়ে দিয়েছে। সাধারণ মানুষও আতঙ্কে রয়েছে। বিষয়টি বিএনপির সিনিয়র নেতাদের জানানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হকসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাগুলো কারা ঘটিয়েছে তা তদন্ত চলছে। ভুক্তভোগী পরিবারগুলো কাউকে চিনতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

লক্ষ্মীপুরে যুবলীগ-শ্রমিকলীগের ৩ নেতার বাড়িতে লুটপাট, আগুন

চট্টগ্রাম ব্যুরো
Update Time : ০১:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

লক্ষ্মীপুরে যুবলীগ ও শ্রমিকলীগের ৩ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোসহ লুটপাট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার চরশাহী ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

এদিকে ৫ আগস্ট হামলার পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আরেক দফা লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নসহ ৪ নেতার বাসভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুট করা হয়। জেলা শহরের উপকণ্ঠে ওই নেতাদের বাসভবন।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম সৈয়দপুর গ্রামে চরশাহী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিম রিয়াজ, নুরুল্লাপুর গ্রামে সদর (পূর্ব) উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম ও পূর্ব সৈয়দপুর গ্রামে জেলা শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক আবু ছিদ্দিক মুন্নার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। প্রত্যেক বাড়িতেই দুর্বৃত্তরা মালামাল লুটপাট করে নিয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

জেলা শ্রমিকলীগের যুগ্ম-আহ্বায়ক আবু ছিদ্দিক মুন্না বলেন, দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে মালামাল লুট করেছে। পরে আগুন লাগিয়ে দেয়। পাশের ঘরে আমার স্ত্রীসহ লোকজন ছিল। খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চরশাহী ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিয়াজ বলেন, আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। সবকিছু পুড়ে গেছে। কোনো জামা কাপড় নেওয়ার সুযোগও ছিল না। ঘরে আমার বাবাসহ পরিবারের লোকজন ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপি-জামায়াতের লোকজন হামলাগুলো চালিয়েছে। প্রত্যেকটি ঘটনাতেই ককটেল বোমা ফাটিয়েছে তারা। অগ্নিসংযোগ করে সব জ্বালিয়ে দিয়েছে। সাধারণ মানুষও আতঙ্কে রয়েছে। বিষয়টি বিএনপির সিনিয়র নেতাদের জানানো হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হকসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাগুলো কারা ঘটিয়েছে তা তদন্ত চলছে। ভুক্তভোগী পরিবারগুলো কাউকে চিনতে পারেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।