র্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি, মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

- Update Time : ১০:৩৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / ৩৬ Time View
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে জোরপূর্বক দুবাই প্রবাসী আবু হানিফ এর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার ডাকাতি করে পালিয়ে যায়। চলতি বছর ২৪ জানুয়ারি এ ঘটনা ঘটে।
ডাকাতির ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ও চাঞ্চল্যকর সৃষ্টি করে। পরবর্তীতে ভিকটিম আবু হানিফ বাদী হয়ে নারায়ণগঞ্জ এর বন্দর থানায় একটি মামলা দায়ের করে এবং উক্ত ঘটনাটি র্যাব-৩ এর নজরে আসলে র্যাব-৩ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি শুরু করে এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে গত শনিবার ২৪ মে রাত ১১ টায় রাজধানীর ডেমরা থানাধীন এলাকা থেকে র্যাব পরিচয় দিয়ে ডাকাতি মামলার একাধিক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আল-আমিনকে (৩০) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ বন্দর ও বিভিন্ন এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করে আসছে বলে জানায়। এছাড়াও ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে বিভিন্ন থানায় তার নামে ১২টি মামলা রয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়