রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আসাদুজ্জামান

- Update Time : ০৮:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ৬৩ Time View
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা তাঁর সাথে ছিলেন।
শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উখিয়ার ৪, ৮ ও ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।
এসময় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান প্রথমে ৪ নম্বর ক্যাম্পে অবস্থিত ‘হোপ ফিল্ড হসপিটাল ফর ওমেন’-এ যান। সেখানে তিনি স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন ও হাসপাতালের ডাক্তার-নার্স এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
দুপুর ১২টার দিকে বিচারপতি ৮ ওয়েস্ট ক্যাম্পে অবস্থিত ওয়াচ টাওয়ার হতে কিছু সময় রোহিঙ্গা ক্যাম্পের দৃশ্য অবলোকন করেন। এরপর তিনি সেখান থেকে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থায়নে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন পরিচালিত ই-ভাউচার আউটলেট সেন্টারে যান। সেখানে তিনি বিভিন্ন পণ্যসামগ্রী ও রেশন কার্যক্রম ঘুরে দেখেন।
এসময় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান’কে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা তাঁকে ই-ভাউচার আউটলেট ও রেশন বিতরণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রোহিঙ্গা ক্যাম্পের নানা সেবাকার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প ত্যাগ করেন ও কক্সবাজারের উদ্দেশে রওনা হন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়