একান্ত সাক্ষাৎকারে সাদমান জামি চৌধুরী
রোহিঙ্গা ক্যাম্প থাকলে স্থানীয়দের চাকরি থাকবে এটাই শেষ কথা!

- Update Time : ০৮:৪০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ৩৩২ Time View
উখিয়া-টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থাকলে স্হানীয় বা হোস্টদের চাকরি থাকবে, এটাই শেষ কথা ফান্ড নেই – অজুহাত বাদ দিন, হোস্ট কমিউনিটির ন্যায্য অধিকার ফিরিয়ে দিন”
গত কয়েক মাস আগে হোস্ট কমিউনিটির শিক্ষকদের সাথে তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে স্বশরীরে অংশগ্রহণ করেছিলাম।
হাজার চেষ্টা, ত্যাগ আর অনশনের পর কক্সবাজার RRRC অফিসের উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন—বেতন বাড়ানো হবে এবং শিক্ষকদের চাকরির নিশ্চয়তা দেওয়া হবে।
কিন্তু বাস্তবে কী দেখা যাচ্ছে?
বেতন তো বাড়ায়নি, বরং এখন শিক্ষকদের ছাঁটাই করতে ব্যস্ত হয়ে পড়েছেন!
সব ঝামেলার বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে চাকরির সুযোগ দেওয়া হচ্ছে সুবিধাবাদীদের।
এইটা আমরা মেনে নেব না।
সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নিন, সমাধান দিন।
যদি ফান্ডের অভাবে স্থানীয়দের চাকরি নিয়ে টানাটানি হয়, তাহলে ‘নন-হোস্ট’রাও এইখানে চাকরি করতে পারবে না।
সাদমান জামি চৌধুরী
সদস্য সচিব উখিয়া উপজেলা কৃষক দল।