রোটার্যাক্ট ক্লাবের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি গঠন, নেতৃত্বে মুকিতুল ও সাকিব

- Update Time : ০৯:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ১৬৯ Time View
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রোটার্যাক্ট ক্লাবের ২০২৫-২৬ রোটারি বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ক্লাবের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুকিতুল ইসলাম। সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন একই বর্ষের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী সাকিব আল হাসান।
নতুন দায়িত্ব সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে ক্লাব সভাপতি মুকিতুল ইসলাম বলেন, “রোটার্যাক্ট ক্লাব সবসময় মানবিক, সামাজিক ও নেতৃত্ব বিকাশমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা একসঙ্গে কাজ করবো। ক্লাবের সদস্যদের নিয়ে আমরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করবো।”
সেক্রেটারি জেনারেল সাকিব আল হাসান বলেন, “ক্লাবের সকল সদস্যদের সহযোগিতা নিয়ে আমরা একযোগে কাজ করবো। আমাদের লক্ষ্য থাকবে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তোলা, যাতে নেতৃত্ব বিকাশের সুযোগ আরও সম্প্রসারিত হয়।”
নতুন কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ২০২৫-২৬ বর্ষে রোটার্যাক্ট ক্লাব সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন খাতে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, রোটার্যাক্ট ক্লাব একটি আন্তর্জাতিক যুব সংগঠন, যা তরুণদের নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি সার্ভিসে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে থাকে। প্রতিবছর নতুন কমিটির মাধ্যমে ক্লাবের কর্মসূচি পরিচালিত হয় এবং তরুণরা কার্যকর নেতৃত্বে অংশ নেওয়ার সুযোগ পায়।