রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

- Update Time : ১২:৪৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ৬১ Time View
লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘লটারি না মেধা’ বলে স্লোগান দেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে লটারির ভিত্তিতে ভর্তির প্রথা চলে আসছে। ফলে মেধা থাকা স্বত্বেও অনেক শিক্ষার্থী কলেজে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই, আমরা চাই তৃতীয় থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবে। এ সময় দাবি আদায় না হলে, সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান জানান, শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ ফোর্স সেখানে পাঠানো হয়েছে এবং তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
এরআগে, সকাল ১০টার পর ছাত্ররা কলেজ থেকে বের হয়ে রাজধানীর আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
নওরোজ/এসএইচ