এডভোকেট নাসির উদ্দিন খান
রেডক্রিসেন্টের কর্মীরা দূর্যোগকালীন সময়ে মানুষের কল্যানে কাজ করেন

- Update Time : ০৫:৩২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ১১৭ Time View
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক সংগঠন। যা মানবিক আন্দোলনের মাধ্যমে দুর্যোগ কালীন সময়ে মানুষের কল্যানে কাজ করে। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী প্রায় ৯৭ মিলিয়ন স্বেচ্ছাসেবী সদস্য এবং কর্মীরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আর এই সকল কাজে অগ্রণী ভূমিকা পালন আসছেন প্রশিক্ষিত যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।
২৯ মার্চ (শুক্রবার) নগরীর মাতৃমঙ্গল হাসপাতালের কনফারেন্স রুমে সাবেক যুব রেড ক্রিসেন্ট কর্মীদের সমন্বয়ে গঠিত আরসিওয়াই অ্যাসোসিয়েশন অফ সিলেট আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
সাবেক যুব প্রধান আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফেরদৌস চৌধুরী রুহেল, সেক্টর কমান্ডার্স ফোরাম সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমেদ, সাবেক সেক্রেটারি ইমরান চৌধুরী, সিলেট ইউনিটের নির্বাহী কমিটির অন্যতম সদস্য শোয়েব আহমেদ, শান্ত দেব,এডভোকেট রেজাউল করিম খান,সাংবাদিক মো. মুহিবুর রহমান,বর্তমান যুব প্রধান পলাশ গুণ, ইউনিট অফিসার বৃন্দাবন সাহা, সাবেক যুব প্রধান মাইদুল ইসলাম, ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার মিফতাউজ্জামান ইমরান, ফাতেমা সুলতানা অন্যা, আতিকুর রহমান, কাজী মিজান, ইসমাইল হোসেন সাগর,মাজেদ আহমেদ চৌধুরী, মিলাদ হোসেন,লায়েক আহমদ, সুলতান মোহাম্মদ রাজু, এনামুল হক, মোহাম্মদ তুহিন, ফাহিম খান, বদরুল আলম শুভ, সুমেল আহমদ চৌধুরী,আনিকা, পরিমল পালসহ যুব রেড ক্রিসেন্ট বর্তমানও পুরাতন সদস্যবৃন্দ।
ইফতার পূর্ব আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মো.মুহিবুর রহমান।