ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
৭ বছরে ও সুবর্ণা হত্যার বিচার হয়নি, হুমকির মুখে পরিবার ও আত্মীয়-স্বজন অপচিকিৎসায় রোগীর মৃত্যু; রংপুরে দুই ক্লিনিককে জরিমানা,ওটি সিলগালা পিআর পদ্ধতি দেশকে আরও বেশি স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দেবে – রিজভী তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিল শেকৃবি শিক্ষার্থীরা কুবিতে র‍্যাগিংয়ের অভিযোগ অভিযুক্ত ব্যাচের ক্লাস-পরীক্ষা বন্ধ; তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম

রেকর্ড ব্রেকার শাহরুখ খান, ‘পাঠান’ নাকি ‘জওয়ান’ জিতল কে?

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
  • / ২৭৬ Time View

শাহরুখ মানেই রেকর্ড ব্রেকার! নিজের রেকর্ড নিজেই ভাঙছেন বলিউড বাদশা। এক ছবিতে কোটি টাকা আয় করলেন তো ঠিক তার পরের ছবিতে সেটিকেও ছাপিয়ে যাচ্ছেন।

কিং খানের জাদুতে একের পর সাফল্য জমছে বক্স অফিসে। ‘পাঠান’ দিয়ে এবছর খাতা খুলেছিলেন আর ‘জওয়ান’, সেই আগুন জ্বালিয়ে রেখেছে।

বিশ্বজুড়ে, এই ছবিটি এ পর্যন্ত আয় করেছে ৯৫৭ কোটি। সবার বক্তব্য একটাই—শুধু শাহরুখ পারলেন।

তিনি একাই একটি ছবিকে লাভের দিকে টেনে নিয়ে যেতে। তিনি আজও কেন ওয়ান ম্যান মাল্টি স্টারার সেটা বুঝিয়ে দিলেন।

এদিকে তার আগের পাঠানের রেকর্ড জওয়ান দিয়েই ভাঙলেন। ১৭ দিন পরও ‘জওয়ান’ ঝড় বয়ে চলেছে।

‘পাঠান’ এর তুলনায় প্রথম দিন থেকেই এই ছবির ব্যবসার হাল বেশি। প্রথম রবিবার ৮১ কোটির ব্যবসা, আর শেষ শুক্রবার অর্থাৎ ১৭ দিনের মাথাতেও ‘পাঠান’কে টেক্কা দিল ‘জওয়ান’।

দেশজুড়ে পাঠান রোজগার করেছিল ৫৪৩ কোটি টাকা। তাও বেশ কয়েক দিন চলার পর। কিন্তু ‘জওয়ান’, ১৭ দিনেই সেই চিত্র বদলে দিল।

কিং খান স্টারার এই ছবি, পাঠানের সর্বোচ্চ আয়কে পেছনে ফেলল। শুক্রবার এই ছবি রোজগার করেছে ১৩ কোটি টাকা। অর্থাৎ দেশে ৫৪৬ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

এদিকে শাহরুখ ‘জওয়ান’ ছবির সাফল্যের পর উছ্বাসিত। জানান, মানুষ যে এত ভালবাসবেন সেই বিশ্বাস ছিল।

তাদের ভালবাসা আজকে এই সাফল্য দিয়েছে। এ বছরই, ডিসেম্বরে রাজু হিরানির সঙ্গে জোট বেঁধে ‘ডানকী’ নিয়ে আসছেন তিনি। শুধু তাই নয়, রিলিজ তারিখও জানিয়ে দিয়েছেন। এবার সেই অপেক্ষাতেই দর্শকরা।

অপরদিকে এখন শুধুই ১০০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা। কবে, হাজারের ক্লাবে পৌঁছতে পারে ‘জওয়ান’ সেটাই এখন দেখার।

এখনও হল জুড়ে প্রায় ৪০% দর্শক উপস্থিতি রয়েছে। তামিলনাড়ু ও বাংলার বুকে শাহরুখ ক্রেজ মারাত্মক। কেউ কেউ, একবার নয় ৪-৫ বার দেখে ফেলেছেন জওয়ান।

Please Share This Post in Your Social Media

রেকর্ড ব্রেকার শাহরুখ খান, ‘পাঠান’ নাকি ‘জওয়ান’ জিতল কে?

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৭:৩৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩

শাহরুখ মানেই রেকর্ড ব্রেকার! নিজের রেকর্ড নিজেই ভাঙছেন বলিউড বাদশা। এক ছবিতে কোটি টাকা আয় করলেন তো ঠিক তার পরের ছবিতে সেটিকেও ছাপিয়ে যাচ্ছেন।

কিং খানের জাদুতে একের পর সাফল্য জমছে বক্স অফিসে। ‘পাঠান’ দিয়ে এবছর খাতা খুলেছিলেন আর ‘জওয়ান’, সেই আগুন জ্বালিয়ে রেখেছে।

বিশ্বজুড়ে, এই ছবিটি এ পর্যন্ত আয় করেছে ৯৫৭ কোটি। সবার বক্তব্য একটাই—শুধু শাহরুখ পারলেন।

তিনি একাই একটি ছবিকে লাভের দিকে টেনে নিয়ে যেতে। তিনি আজও কেন ওয়ান ম্যান মাল্টি স্টারার সেটা বুঝিয়ে দিলেন।

এদিকে তার আগের পাঠানের রেকর্ড জওয়ান দিয়েই ভাঙলেন। ১৭ দিন পরও ‘জওয়ান’ ঝড় বয়ে চলেছে।

‘পাঠান’ এর তুলনায় প্রথম দিন থেকেই এই ছবির ব্যবসার হাল বেশি। প্রথম রবিবার ৮১ কোটির ব্যবসা, আর শেষ শুক্রবার অর্থাৎ ১৭ দিনের মাথাতেও ‘পাঠান’কে টেক্কা দিল ‘জওয়ান’।

দেশজুড়ে পাঠান রোজগার করেছিল ৫৪৩ কোটি টাকা। তাও বেশ কয়েক দিন চলার পর। কিন্তু ‘জওয়ান’, ১৭ দিনেই সেই চিত্র বদলে দিল।

কিং খান স্টারার এই ছবি, পাঠানের সর্বোচ্চ আয়কে পেছনে ফেলল। শুক্রবার এই ছবি রোজগার করেছে ১৩ কোটি টাকা। অর্থাৎ দেশে ৫৪৬ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

এদিকে শাহরুখ ‘জওয়ান’ ছবির সাফল্যের পর উছ্বাসিত। জানান, মানুষ যে এত ভালবাসবেন সেই বিশ্বাস ছিল।

তাদের ভালবাসা আজকে এই সাফল্য দিয়েছে। এ বছরই, ডিসেম্বরে রাজু হিরানির সঙ্গে জোট বেঁধে ‘ডানকী’ নিয়ে আসছেন তিনি। শুধু তাই নয়, রিলিজ তারিখও জানিয়ে দিয়েছেন। এবার সেই অপেক্ষাতেই দর্শকরা।

অপরদিকে এখন শুধুই ১০০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা। কবে, হাজারের ক্লাবে পৌঁছতে পারে ‘জওয়ান’ সেটাই এখন দেখার।

এখনও হল জুড়ে প্রায় ৪০% দর্শক উপস্থিতি রয়েছে। তামিলনাড়ু ও বাংলার বুকে শাহরুখ ক্রেজ মারাত্মক। কেউ কেউ, একবার নয় ৪-৫ বার দেখে ফেলেছেন জওয়ান।