ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বিনা শর্তে মাফ চাইলাম, তারপরও বাকি থাকল কোনটা বুঝি না: জামায়াত আমির লালবাগে রিয়াজ উদ্দিন মনির সমর্থনে র‍্যালি রায় ছিঁড়ে পছন্দের বিচারকের কাছে পুন: বিচারের জন্য পাঠালেন শরীয়তপুরের জেলা জজ জাতীয় নিরাপদ সড়ক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও র‍্যালি ব্যর্থ প্রশাসনের প্রতীক স্বরাষ্ট্র উপদেষ্টা : ব্যারিস্টার ফুয়াদ ভেঙে ফেলা হচ্ছে ‘মিনিস্টার বাড়ি’ সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ তিন দফা দাবিতে ৯ম দিনের অনশন, অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক পিআর নিয়ে নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না: জামায়াত

রেকর্ড ওপেনিং জুটির পরও তিনশো হলো না

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৬:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • / ৭৯ Time View

দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান

ইনিংসের ২৫ ওভার খেলে দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান রেকর্ড গড়া জুটিতে নিয়ে নিলেন ১৭৬ রান, এই জুটি ভাঙার পর ৩২০-৩৩০ রানও মনে হচ্ছিলো খুবই সম্ভব। কিন্তু টানা কয়েকটি উইকেট হারানোর সঙ্গে রানের চাকাও একটা সময় থমকে যায়। শেষ পর্যন্ত তিনশো রানেই আগেই থেমেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৯৬ রানের শক্ত পুঁজি পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে ৮৬ বলে সর্বোচ্চ ৯১ রান করেন সৌম্য, সাইফ করেন ৭২ বলে ৮০ রান। দুবার জীবন পেয়ে নাজমুল হোসেন শান্ত করেন ৫৫ বলে ৪৪।

দুই ওপেনার মিলে যেখানে নিয়েছেন ১৭৬, বাকি ৭ জন মিলে যোগ করেন ১২০ রান। ইনিংসের শুরুর ২৫ আর শেষের ২৫ ওভারেও থেকে যায় এমন বৈসাদৃশ্য।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুর কয়েক ওভার ছাড়া সাবলীল ছিলেন দুই ওপেনার। উইকেটে বাড়তি বাউন্স ও টার্ন দেখা গেলেও তারা মানিয়ে যান দ্রুত। আগ্রাসী ব্যাট চালিয়ে চার-ছক্কায় দ্রুত বাড়িয়ে নেন রান।

৪৫ ইনিংস পর ওয়ানডেতে ওপেনিংয়ে শতরানের দেখা পায় বাংলাদেশ। তাদের লম্বা জুটিতে হয়ে যায় একাধিক রেকর্ড। মিরপুরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি, বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ডের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা ওপেনিং জুটির রেকর্ড গড়েন সৌম্য-সাইফ।

রোস্টন চেজের বলে ছক্কা মারতে গিয়ে মিড অনে ক্যাচ উঠিয়ে সাইফের বিদায়ে ভাঙে এই জুটি। সাইফ ৭২ বলে ৬টি করে ছক্কা-চারে করেন ৮০। চলতি বছর মাত্র চতুর্থ ওয়ানডেতে খেলার সুযোগ পাওয়া সৌম্য ছিলেন দ্বিতীয় সেঞ্চুরির কাছে, পারেননি এই বাঁহাতি। ৮৬ বলে ৭ চার, ৪ ছক্কায় থামেন ৯১ রান করে। আকিল হোসেনের বলে ছক্কার চেষ্টায় বাউন্ডারি লাইনে বিদায় তার।

সাইফ-সৌম্য থামার পর উল্টো পথে হাঁটা শুরু। ধুঁকতে থাকেন মিডল অর্ডার ব্যাটাররা। তাওহিদ হৃদয় ২৮ রান করতে খেলেহ্ন ৪৪ বল। শান্ত ৪৪ করার পথে দুবার জীবন পান। মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ফেরেন এক অঙ্কের ঘরে। শেষ দিকে নুরুল হাসান সোহান ৮ বলে ১৬ করলে তিনশোর কাছে যেতে পারে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

রেকর্ড ওপেনিং জুটির পরও তিনশো হলো না

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৬:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ইনিংসের ২৫ ওভার খেলে দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান রেকর্ড গড়া জুটিতে নিয়ে নিলেন ১৭৬ রান, এই জুটি ভাঙার পর ৩২০-৩৩০ রানও মনে হচ্ছিলো খুবই সম্ভব। কিন্তু টানা কয়েকটি উইকেট হারানোর সঙ্গে রানের চাকাও একটা সময় থমকে যায়। শেষ পর্যন্ত তিনশো রানেই আগেই থেমেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৯৬ রানের শক্ত পুঁজি পেয়েছে বাংলাদেশ। দলের হয়ে ৮৬ বলে সর্বোচ্চ ৯১ রান করেন সৌম্য, সাইফ করেন ৭২ বলে ৮০ রান। দুবার জীবন পেয়ে নাজমুল হোসেন শান্ত করেন ৫৫ বলে ৪৪।

দুই ওপেনার মিলে যেখানে নিয়েছেন ১৭৬, বাকি ৭ জন মিলে যোগ করেন ১২০ রান। ইনিংসের শুরুর ২৫ আর শেষের ২৫ ওভারেও থেকে যায় এমন বৈসাদৃশ্য।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুর কয়েক ওভার ছাড়া সাবলীল ছিলেন দুই ওপেনার। উইকেটে বাড়তি বাউন্স ও টার্ন দেখা গেলেও তারা মানিয়ে যান দ্রুত। আগ্রাসী ব্যাট চালিয়ে চার-ছক্কায় দ্রুত বাড়িয়ে নেন রান।

৪৫ ইনিংস পর ওয়ানডেতে ওপেনিংয়ে শতরানের দেখা পায় বাংলাদেশ। তাদের লম্বা জুটিতে হয়ে যায় একাধিক রেকর্ড। মিরপুরের মাঠে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি, বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ডের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা ওপেনিং জুটির রেকর্ড গড়েন সৌম্য-সাইফ।

রোস্টন চেজের বলে ছক্কা মারতে গিয়ে মিড অনে ক্যাচ উঠিয়ে সাইফের বিদায়ে ভাঙে এই জুটি। সাইফ ৭২ বলে ৬টি করে ছক্কা-চারে করেন ৮০। চলতি বছর মাত্র চতুর্থ ওয়ানডেতে খেলার সুযোগ পাওয়া সৌম্য ছিলেন দ্বিতীয় সেঞ্চুরির কাছে, পারেননি এই বাঁহাতি। ৮৬ বলে ৭ চার, ৪ ছক্কায় থামেন ৯১ রান করে। আকিল হোসেনের বলে ছক্কার চেষ্টায় বাউন্ডারি লাইনে বিদায় তার।

সাইফ-সৌম্য থামার পর উল্টো পথে হাঁটা শুরু। ধুঁকতে থাকেন মিডল অর্ডার ব্যাটাররা। তাওহিদ হৃদয় ২৮ রান করতে খেলেহ্ন ৪৪ বল। শান্ত ৪৪ করার পথে দুবার জীবন পান। মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ফেরেন এক অঙ্কের ঘরে। শেষ দিকে নুরুল হাসান সোহান ৮ বলে ১৬ করলে তিনশোর কাছে যেতে পারে বাংলাদেশ।