ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, তিনজন আটক

রুপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ১১৩ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতের এ অভিযানে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাব্বিরের সহযোগী হিসেবে চিহ্নিত তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো— আকলিমা (৩৫), সাদ্দাম হোসেন (৩২) এবং হৃদয় (২৮)। এসময় তাদের কাছ থেকে ১২৪ কেজি গাঁজা এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, সাব্বিরের নির্দেশে আটক ব্যক্তিরা মাদকদ্রব্য মুড়াপাড়া এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। অভিযান শেষে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার কারণে আতঙ্ক বিরাজ করছিল। সেনাবাহিনীর সফল অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরেছে। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমন করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

রূপগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, তিনজন আটক

রুপগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৬:১৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতের এ অভিযানে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাব্বিরের সহযোগী হিসেবে চিহ্নিত তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো— আকলিমা (৩৫), সাদ্দাম হোসেন (৩২) এবং হৃদয় (২৮)। এসময় তাদের কাছ থেকে ১২৪ কেজি গাঁজা এবং ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা সূত্র জানায়, সাব্বিরের নির্দেশে আটক ব্যক্তিরা মাদকদ্রব্য মুড়াপাড়া এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। অভিযান শেষে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার কারণে আতঙ্ক বিরাজ করছিল। সেনাবাহিনীর সফল অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরেছে। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাস দমন করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।