রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী রবিন মিয়া গ্রেফতার
- Update Time : ০১:২৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
 - / ১৭১ Time View
 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক-অস্ত্র ব্যবসায়ী রবিন মিয়া (৩৪) অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন এলাকায় এক বিশেষ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্পের একটি চৌকস দল তাকে আটক করে।
পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে রবিনের দেওয়া তথ্যে ভিত্তিতে তার বাড়ি ও পাশের ডোবা থেকে একটি বিদেশি পিস্তল, রিভলভার, দুই-নলা বন্দুক, বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও ২২২ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আরও বলেন, আটক রবিন মিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
- 
                                        সর্বশেষ
 - 
                                        জনপ্রিয়
 
					
																			




































































































































































































