রূপগঞ্জে ফাঁকা বাড়িতে অর্ধলক্ষ টাকার মালামাল লুট

- Update Time : ০২:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ১৮৭ Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের পূর্বের গাঁয়ের এলাকার বাসিন্দা ইব্রাহিম মোল্লা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে এ ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা তার বাড়ি থেকে একটি এলইডি টিভি, একটি গ্যাস সিলিন্ডার, চুলা ও অন্যান্য মালামালসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার দুপুরে ইব্রাহিম মোল্লা বাদী রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ইব্রাহিম মোল্লা পরিবার নিয়ে বাড়িটি তালাবদ্ধ করে বেড়াতে যান। সোমবার সকালে বাড়িতে ফিরে দেখেন তার রুমের তালা ভাঙ্গা। এ সময় তার বাড়ি থেকে দুর্বৃত্তরা একটি এলইডি টিভি, একটি গ্যাস সিলিন্ডার, চুলা ও অন্যান্য মালামালসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।