রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
- Update Time : ০৯:০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৭৬১ Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকায় ২১ নম্বর দক্ষিণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিকান্ত সরকারের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে অভিভাবকদের উদ্যোগে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের জমিদাতা সুবেদ আলী, অভিভাবক জালাল উদ্দিন, বাবুল মিয়া, মমিন মিয়াসহ বিপুল সংখ্যক অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক হরিকান্ত সরকার ২০১৮ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকেই দায়িত্বে অবহেলা করে আসছেন। তিনি নিয়মিত বিদ্যালয়ে না এসে ব্যক্তিগত ব্যবসা ও জমি-জমার ক্রয়-বিক্রয়ে সময় ব্যয় করেন। এতে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগে যেখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় পাঁচশ, বর্তমানে তা নেমে এসেছে একশর নিচে।
অভিযোগে আরও বলা হয়, শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ, অসৌজন্যমূলক আচরণ এবং বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতির কারণে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা হতাশ হয়ে পড়েছেন।
অভিভাবকরা বলেন, “শিশুদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। একজন প্রধান শিক্ষকের দায়িত্বশীলতার অভাবে আমরা আমাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে পাঠাতে বাধ্য হচ্ছি।”
এ সময় তারা দ্রুত প্রধান শিক্ষক হরিকান্ত সরকারের অপসারণ দাবি করে শিক্ষা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।




























































































































































































