ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নাজমুল মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : ০৯:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ৭৫ Time View

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মুফতি শিহাবউদ্দিন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মুফতি রাসেল আহমদ ফয়েজি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি শহিদুল ইসলাম বাগিচাপুরী।

সমাবেশে বক্তারা ইসকনকে একটি উগ্র হিন্দুত্ববাদী ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে অবিলম্বে সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন, দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইসকন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

প্রধান অতিথি শহিদুল ইসলাম বাগিচাপুরী বলেন, “ইসকন একটি উগ্র ও সাম্প্রদায়িক সংগঠন, যারা বারবার দেশের ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবদের ওপর হামলা চালিয়েছে। এমনকি অ্যাডভোকেট আলিফ হত্যাসহ গাজীপুরে গুমের ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। সরকার যদি সত্যিই শান্তি ও সম্প্রীতি চায়, তবে এই সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “ইসকনের সদস্যরা ধর্ষণ, সহিংসতা ও অপপ্রচারে লিপ্ত থেকেও অনেক সময় প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। তাই সরকারের প্রতি আহ্বান, এ সংগঠনকে সন্ত্রাসী ঘোষণা করে আইনের আওতায় আনা হোক।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ওমর আলী ভূঁইয়া, আবু দায়েন ভূঁইয়া, আবু তৈয়ব ভূঁইয়া, আবু সায়েম ভূঁইয়া, আল আমিন মিয়া, আমির হোসেন, মোবাশ্বির ভূঁইয়া, আব্দুল মান্নান ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

রূপগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নাজমুল মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
Update Time : ০৯:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) জুমার নামাজ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মুফতি শিহাবউদ্দিন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মুফতি রাসেল আহমদ ফয়েজি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি শহিদুল ইসলাম বাগিচাপুরী।

সমাবেশে বক্তারা ইসকনকে একটি উগ্র হিন্দুত্ববাদী ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে অবিলম্বে সংগঠনটি নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন, দেশে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে ইসকন নিষিদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

প্রধান অতিথি শহিদুল ইসলাম বাগিচাপুরী বলেন, “ইসকন একটি উগ্র ও সাম্প্রদায়িক সংগঠন, যারা বারবার দেশের ইসলামী নেতৃবৃন্দ ও ইমাম-খতিবদের ওপর হামলা চালিয়েছে। এমনকি অ্যাডভোকেট আলিফ হত্যাসহ গাজীপুরে গুমের ঘটনায়ও তাদের সম্পৃক্ততা রয়েছে। সরকার যদি সত্যিই শান্তি ও সম্প্রীতি চায়, তবে এই সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “ইসকনের সদস্যরা ধর্ষণ, সহিংসতা ও অপপ্রচারে লিপ্ত থেকেও অনেক সময় প্রশাসনের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছে। তাই সরকারের প্রতি আহ্বান, এ সংগঠনকে সন্ত্রাসী ঘোষণা করে আইনের আওতায় আনা হোক।”

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ওমর আলী ভূঁইয়া, আবু দায়েন ভূঁইয়া, আবু তৈয়ব ভূঁইয়া, আবু সায়েম ভূঁইয়া, আল আমিন মিয়া, আমির হোসেন, মোবাশ্বির ভূঁইয়া, আব্দুল মান্নান ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।