আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে রূপগঞ্জে বিএনপির মিছিল
- Update Time : ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৩৬ Time View
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত এবং নাশকতা ও অরাজকতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুজন আহাম্মেদ এর নেতৃত্বে মিছিলটি পূর্বাচল উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বাচল ক্রিকেট ষ্টিডিয়াম এলাকায় এসে পথসভায় পরিণত হয়।
পথসভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক কবির হোসেন, রূপগঞ্জ থানা শ্রমিক দলের নেতা শরিফুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আল আমিন সরকার, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি শামীম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক শিপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে লকডাউন ও হরতালের নামে নাশকতা ও অরাজকতা সৃষ্টি করতে চাইছে। জনগণ এসব ষড়যন্ত্র কখনো মেনে নেবে না।
তারা আরও বলেন, দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি জনগণের পাশে রয়েছে। অবৈধ আওয়ামীলীগের ষড়যন্ত্র ধুলিসাৎ না হওয়া পর্যন্ত রূপগঞ্জের মাঠ ছেড়ে যাওয়া হবে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































































