ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে অস্ত্র ঠেকিয়ে গরু ডাকাতি,আহত চার

নাজমুল মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : ১০:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ৪৯ Time View

পূর্বাচল উপশহরের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের সিটি মার্কেট এলাকার ( কৃষক আব্দুল মোতালিব মিয়ার ) বাড়িতে ২৭ নভেম্বর বৃহস্পতিবার ভোরে হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতরা তিনটি গরু ও একটি খাসি লুটে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইটি পিকআপ ভ্যানে করে আসা ৭/৮ সদস্যের একদল ডাকাত রামদা, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে কৃষক মোতালিব মিয়ার বাড়ি ঘিরে ফেলে। টের পেয়ে ঘর থেকে বের হলে মোতালিব মিয়াকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ডাকাতরা তিনটি গরু ও একটি খাসি পিকআপে তোলে। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে চারজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ডাকাতরা তিনটি গরু ও একটি খাসি নিয়ে দুইটি পিকআপে করে পালিয়ে যায়।

আহত কৃষক আব্দুল মোতালিব মিয়া(৫২), আলম মিয়া(৪৮), মনির হোসেন(৪৫) ও গৃহবধূ ফাতেমা আক্তারকে(৪০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি ছুরি উদ্ধার করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত এক সপ্তাহে রূপগঞ্জের কাঞ্চন, পূবেরগাঁওসহ চার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

রূপগঞ্জে অস্ত্র ঠেকিয়ে গরু ডাকাতি,আহত চার

নাজমুল মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
Update Time : ১০:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

পূর্বাচল উপশহরের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের সিটি মার্কেট এলাকার ( কৃষক আব্দুল মোতালিব মিয়ার ) বাড়িতে ২৭ নভেম্বর বৃহস্পতিবার ভোরে হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতরা তিনটি গরু ও একটি খাসি লুটে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইটি পিকআপ ভ্যানে করে আসা ৭/৮ সদস্যের একদল ডাকাত রামদা, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে কৃষক মোতালিব মিয়ার বাড়ি ঘিরে ফেলে। টের পেয়ে ঘর থেকে বের হলে মোতালিব মিয়াকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ডাকাতরা তিনটি গরু ও একটি খাসি পিকআপে তোলে। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে চারজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ডাকাতরা তিনটি গরু ও একটি খাসি নিয়ে দুইটি পিকআপে করে পালিয়ে যায়।

আহত কৃষক আব্দুল মোতালিব মিয়া(৫২), আলম মিয়া(৪৮), মনির হোসেন(৪৫) ও গৃহবধূ ফাতেমা আক্তারকে(৪০) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি ছুরি উদ্ধার করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত এক সপ্তাহে রূপগঞ্জের কাঞ্চন, পূবেরগাঁওসহ চার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।