ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রুটিনে পরিবর্তন এলো কারিগরি ৯ম শ্রেণির পরীক্ষার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ১৬৪ Time View

২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনী পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগের প্রকাশিত রুটিন অনুযায়ী ১৮ নভেম্বরের অনুষ্ঠিতব্য দাখিল (ভোকেশনাল) এর পরীক্ষা পরদিন ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে৷ তবে ১৮ নভেম্বরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাটি ওইদিনই অনুষ্ঠিত হবে। বরং এদিন দাখিল (ভোকেশনাল) শিক্ষার্থীরাও ওই একই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করবে৷

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-১ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন দাখিল (ভোকেশনাল) শিক্ষার্থীরাও একই বিষয়ের পরীক্ষা দিবে।

আর পরবর্তী দিন, ১৯ নভেম্বর বুধবার হাদীস শরীফ ও ফিকহ-১ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে শুধুমাত্র দাখিল (ভোকেশনাল) শিক্ষার্থীরা অংশ নেবে। তবে অন্যান্য বিষয়ের সময়সূচি আগের প্রকাশিত রুটিন অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পরীক্ষার নতুন সূচী সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

রুটিনে পরিবর্তন এলো কারিগরি ৯ম শ্রেণির পরীক্ষার

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০৫:১৯:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

২০২৫ সালের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের নবম শ্রেণির সমাপনী পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগের প্রকাশিত রুটিন অনুযায়ী ১৮ নভেম্বরের অনুষ্ঠিতব্য দাখিল (ভোকেশনাল) এর পরীক্ষা পরদিন ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে৷ তবে ১৮ নভেম্বরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাটি ওইদিনই অনুষ্ঠিত হবে। বরং এদিন দাখিল (ভোকেশনাল) শিক্ষার্থীরাও ওই একই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করবে৷

বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-১ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দিন দাখিল (ভোকেশনাল) শিক্ষার্থীরাও একই বিষয়ের পরীক্ষা দিবে।

আর পরবর্তী দিন, ১৯ নভেম্বর বুধবার হাদীস শরীফ ও ফিকহ-১ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে শুধুমাত্র দাখিল (ভোকেশনাল) শিক্ষার্থীরা অংশ নেবে। তবে অন্যান্য বিষয়ের সময়সূচি আগের প্রকাশিত রুটিন অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান, অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পরীক্ষার নতুন সূচী সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।