ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি কেরানীগঞ্জে অবৈধ ব্যাটারী কারখানা সিলগালা, ৭ দিনের মধ্যে দস্তা বর্জ্য অপসারণের নির্দেশ স্ত্রীর সাথে অভিমান: চিরকুট লিখে যুবকের আত্মহত্যা ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: গণ অধিকার পরিষদ কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের নিয়মের মধ্যে না এলে রেস্টুরেন্টগুলোর বিদ্যুৎ ও পানি বিচ্ছিন্ন করা হবে সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে : বিডা চেয়ারম্যান আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ

রাস্তা বন্ধ করে জনসমাবেশ, বিমান প্রতিমন্ত্রীকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৭:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ২৫৫ Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ছবি: সংগৃহীত

রাস্তা বন্ধ করে নির্বাচনী সমাবেশ ও জনদুর্ভোগ সৃষ্টি করায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ সদর আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ সবুজ পাল এ নোটিশ দেন।

মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং এ আসনের টানা দুইবারের সংসদ সদস্য।

নোটিশে বলা হয়, নির্বাচনী অনুসন্ধান কমিটি সরেজমিন পরিদর্শনকালে মঙ্গলবার বিকালে দেখতে পায়, আপনি চুনারুঘাট সদর উপজেলার মধ্যবাজার এলাকায় আপনি শহরের প্রধান সড়ক বন্ধ করে দিয়ে নির্বাচনী সমাবেশ করছেন। এ সমাবেশকালে বাজারে পূবালী ব্যাংক মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত পুরো রাস্তা বন্ধ ছিল। এ প্রতিবন্ধকতায় চুনারুঘাট-আসামপাড়া হয়ে বাল্লা সীমান্ত স্থলবন্দর এবং চুনারুঘাট থেকে জগদীশপুর পর্যন্ত সড়কগুলোতে পুরো সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। এ কাজ রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর বিধি-৬ (ঘ)-এর লঙ্ঘন।

এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আগামী শুক্রবারের মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আপনাকে সশরীর হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাহবুব আলীর উপস্থিতিতে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ ছাড়া আওয়ামী লীগের জেলা ও উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হবিগঞ্জ-৪ আসনে মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিমন্ত্রী মাহবুব আলীর শক্ত প্রতিপক্ষ হিসেবে মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সায়েদুল হক ওরফে সুমন (ঈগল প্রতীক)।

Please Share This Post in Your Social Media

রাস্তা বন্ধ করে জনসমাবেশ, বিমান প্রতিমন্ত্রীকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৭:৫৬:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

রাস্তা বন্ধ করে নির্বাচনী সমাবেশ ও জনদুর্ভোগ সৃষ্টি করায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও হবিগঞ্জ সদর আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ সবুজ পাল এ নোটিশ দেন।

মাহবুব আলী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং এ আসনের টানা দুইবারের সংসদ সদস্য।

নোটিশে বলা হয়, নির্বাচনী অনুসন্ধান কমিটি সরেজমিন পরিদর্শনকালে মঙ্গলবার বিকালে দেখতে পায়, আপনি চুনারুঘাট সদর উপজেলার মধ্যবাজার এলাকায় আপনি শহরের প্রধান সড়ক বন্ধ করে দিয়ে নির্বাচনী সমাবেশ করছেন। এ সমাবেশকালে বাজারে পূবালী ব্যাংক মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত পুরো রাস্তা বন্ধ ছিল। এ প্রতিবন্ধকতায় চুনারুঘাট-আসামপাড়া হয়ে বাল্লা সীমান্ত স্থলবন্দর এবং চুনারুঘাট থেকে জগদীশপুর পর্যন্ত সড়কগুলোতে পুরো সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। এ কাজ রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর বিধি-৬ (ঘ)-এর লঙ্ঘন।

এ অবস্থায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আগামী শুক্রবারের মধ্যে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে আপনাকে সশরীর হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাহবুব আলীর উপস্থিতিতে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ ছাড়া আওয়ামী লীগের জেলা ও উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হবিগঞ্জ-৪ আসনে মোট ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিমন্ত্রী মাহবুব আলীর শক্ত প্রতিপক্ষ হিসেবে মাঠে আছেন স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সায়েদুল হক ওরফে সুমন (ঈগল প্রতীক)।