রাষ্ট্রপতির সাথে নব নিয়োগপ্রাপ্ত ২৫ বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

- Update Time : ০৫:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫ Time View
আজ বুধবার বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত ২৫জন বিচারপতিগণ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি মহোদয়গণের সাথে কুশলাদি বিনিময় করেন।
সাক্ষাতকালে হাইকোর্ট বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানিয়ে রাষ্টপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।
মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি মহোদয়গণকে বিচার সেবার মানোন্নয়নে আত্মোনিয়োগ করার আহবান জানান এবং বিচারপতি মহোদয়গণ তাঁদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।
সাক্ষাতকালে বিচারপতি মহোদয়গণ ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা সর্বদা সচেতন থাকবেন মর্মে মহামান্য রাষ্ট্রপতিকে অবগত করেন।
উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৫ আগস্ট আইন মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত হাইকোর্টের নতুন বিচারপতি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয় যে, মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হতে অনধিক ২ বৎসরের জন্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।
গত ২৬ আগস্ট নব-নিয়োগপ্রাপ্ত মাননীয় বিচারপতি মহোদয়গণকে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়