ব্রেকিং নিউজঃ
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নওরোজ ডেস্ক
- Update Time : ১১:৫৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ৬২ Time View
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার (৫ অক্টোবর) বঙ্গভবনে সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিটগুলো কাজ করে যাচ্ছে।
এ সময় রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে এবং জান-মালের নিরাপত্তা প্রদানে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে।
নওরোজ/এসএইচ